এভারেস্ট একাডেমী'র পর্বতারোহণ প্রশিক্ষণ

Posted by PC Help & Tricks  |  at  08:16 No comments

বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহীমের তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশ মাউন্টেনিয়ারিং অ্যান্ড লিডারশিপ স্কুলের আয়োজনে শুরু হচ্ছে পবর্তারোহণ প্রশিক্ষণ। ১০ মে থেকে শুরু হবে এই প্রশিক্ষণ।
এই প্রশিক্ষণের জন্য ফি ৮ হাজার ৫০০ টাকা। ৫ মে'র মধ্যে রেজিস্ট্রেশন করলে থাকছে এক হাজার টাকা ছাড়।এই খরচেই ১২ দিনের প্রশিক্ষণ, বান্দরবানে যাওয়া-আসা, ৩ রাত ৪ দিন থাকা- সব কিছু।বাড়তি পাওনা- অ্যাডভেঞ্চার লিডারশিপ ও পর্বতারোহণ ট্রেনিং।
ডিউক অব এডিনবার্গস অ্যাওয়ার্ড ফাউন্ডেশন, বাংলাদেশ এখন এভারেস্ট একাডেমীর প্রতিটি উদ্যোগের সঙ্গে থাকছে।
১৪-২৫ বছর বয়সী সকল তরুণ-তরুণী এভারেস্ট একাডেমীর যে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করলে (শর্তসাপেক্ষে) সবাই ডিউক অফ এডিনবার্গ অ্যাওয়ার্ডে ভূষিত হবেন (ব্রোঞ্জ, সিলভার, গোল্ড)।
বিস্তারিত জানতে ৯ মে সন্ধ্যা ৬টা ৩০মিনিটে এভারেস্ট একাডেমীর অফিসে (১৪/৪ ইকবাল রোড, মোহাম্মদপুর, ঢাকা -১২০৫) ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশ নিতে পারবেন।
ঢাকার বাইরের বন্ধুদের ঢাকায় থাকার সুবিধা
অ্যাডভেঞ্চারপ্রেমীরা যারা ঢাকার বাইরে থেকে এসে যোগ দিতে চান, তাদের জন্য ঢাকায় থাকার উদ্যোগ নেওয়া হয়েছে। একেবারেই নামমাত্র খরচে- দিনপ্রতি ২০০/- টাকা করে থাকতে পারবেন।
৭ দিনব্যাপী 'ঢাকা পর্ব'র প্রশিক্ষণ চলবে ১০ মে সকাল ৬টা ১৫ মিনিট থেকে মোহাম্মদপুরের ইকবাল রোডের খেলার মাঠে, প্রতিদিন ২ ঘণ্টা করে।
এ সময় প্রশিক্ষণার্থীরা পর্বতারোহণের কৌশল, পর্বতে চলার নিয়মকানুন, পর্বতের আবহাওয়া, পর্বতারোহণের সময় শারীরিক সুস্থতা, ঔষধপত্র, প্রাথমিক চিকিৎসা, ম্যাপ রিডিং, হিমালয়, পর্বতে বিপদ থেকে উদ্ধার ইত্যাদির উপর তাত্ত্বিক ক্লাসসহ পর্বতারোহণ সরঞ্জামের সঙ্গে পরিচয়, পর্বতারোহণ সরঞ্জাম ব্যবহার করে বিভিন্ন ব্যবহারিক ক্লাস, ব্যাগ প্যাক করার নিয়ম, পর্বতারোহণে প্রয়োজনীয় নানা ধরনের গিঁট শেখা, ডাবল জুমার ক্লাইম্বিং, আইসবুট-ক্র্যাম্পন ব্যবহার করে ক্রেভাস (বরফের ফাটল) অতিক্রম করার কৌশল, ফিক্সড রোপে ক্লাইম্বিং, রোপ আপ করে চলার কৌশল, আইস-এক্স ব্যবহার করে পাহাড়ের ঢালে ক্লাইম্বিং ইত্যাদি শেখানো হবে।
এছাড়াও পাহাড়ি ঝিরি ও খাড়া ঢালে সারাদিন ধরে ট্রেকিং করার সুবর্ণ সুযোগ তো থাকছেই। পাশাপাশি তাঁবুতে রাত্রিবাসের সুযোগ থাকছে এ সময়।

Reference: bdnews24
 

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

0 comments:

Latest Tweets

Tags

What they says