শ্রমিকরা শিল্প কারখানায় ভাঙচুর করতে পারে না: প্রধানমন্ত্রী
Posted by PC Help & Tricks |  at 02:50
No comments
দাবি আদায়ে আন্দোলনের নামে শিল্প কারখানায় ভাঙচুর করা থেকে বিরত থাকতে
শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,
আমি বিশ্বাস করি না যারা ভাঙচুর করছে তাদের সবাই শ্রমিক। এর মধ্যে নিশ্চয়তই
অন্যকোনো গোষ্ঠীর জড়িত রয়েছে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে বলে জানান
প্রধানমন্ত্রী। বুধবার রাজধানীর ওসমানী মিলনায়তনে মহান মে দিবস উপলক্ষ্যে
আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শ্রম ও কর্মসংস্থান বিষয়ক
মন্ত্রণালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে শ্রম মেলার
উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শ্রমিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন,
শিল্প প্রতিষ্ঠানে ভাঙচুর চালালে যদি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় তবে আপনারই
তো বিপদে পড়বেন। আপনাদের পরিবার বিপদে পড়বে। তাই একটু কিছু হলেই শিল্পের
ওপর হামলা করবেন না।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন
সূত্র: বাংলাদেশ প্রতিদিন
About the Author
Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments: