ঠোঁট যদি হয়ে যায় কালো

Posted by PC Help & Tricks  |  at  08:19 No comments

ঠোঁটের স্বাভাবিক রং হারানোর ফলে সৌন্দর্যহানি হয়। তাই এর জন্য কিছু সমাধান দিয়েছেন ওম্যান’স ওয়ার্ল্ডের কর্ণধার কণা আলম।
 
সমস্যার সমাধান যদি প্রথম থেকেই  করা যায় তাহলে পুনরায় সেটা হওয়ার সম্ভাবনা কমে যায়।ঠিক তেমনি কালো হয়ে যাওয়া ঠোঁটের ঝামেলা থেকে নিজেকে মুক্ত করার জন্য একেবারে শুরু থেকেই সতর্ক হওয়া উচিত।
যেসব কারণে ঠোঁট কালো হয় :
* অত্যধিক ধূমপান
* বেশি চা-কফি পান
* কমদামের লিপস্টিক বা অননুমোদিত প্রসাধনসামগ্রী  ব্যবহার করা
* রোদেপোড়া
* ঠোঁটে সঠিক আর্দ্রতার অভাব।
পরামর্শ
* যদি চেইন স্মোকার হন বা ঘন ঘন ধূমপানের অভ্যাস থাকে, প্রথমেই তা ছাড়ুন।
* দিনে দুবারের বেশি চা-কফি খাওয়া উচিত নয়।
* প্রতিদিন কমপক্ষে আট গ্লাস পানি অবশ্যই খাওয়া উচিত।
* লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন।ধনেপাতার রসও ঠোঁটের কালোভাব দূর করে।
* ময়েশ্চারাইজার বা আর্দ্রতার কারণে যাদের ঠোঁট কালো হয়, তারা রাতে ঘুমাতে যাওয়ার আগে গ্লিসারিন অথবা এরসঙ্গে আমন্ড তেল মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন।
* দু-চামচ লেবুর রসের সঙ্গে নারকেল তেল ও এক চামচ মৌমাছির মোম মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে পারেন।  তা দিনে একবার ব্যবহার করলে উপকার পাবেন।
* একটা লেবুর অর্ধেকটা কেটে তার উপর দুই ফোঁটা মধু ফেলে বৃত্তাকারে ঠোঁটে বুলান বা ম্যাসাজ করুন।
* সকালে দাঁত ব্রাশ করার সময় ঠোঁটও আলতো করে ব্রাশ করে নিতে পারেন।

Reference: bdnews24

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

0 comments:

Latest Tweets

Tags

What they says