‘চ্যাট অ্যাপে’র ফলে কমছে এসএমএস
Posted by PC Help & Tricks |  at 08:13
No comments
প্রযুক্তির এ যুগে নিয়ত বাড়ছে ‘চ্যাট অ্যাপ’ বা চ্যাটিং অ্যাপ্লিকেশনের
ব্যবহার। মার্কিন গবেষণা সংস্থা ‘ইনফর্মা’র গবেষণায় জানা গেছে, এধরনের
বিভিন্ন অ্যাপ ব্যবহারের ফলে কমেছে মোবাইল ফোন থেকে পাঠানো শর্ট মেসেজ
সার্ভিস (এসএমএস)-এর ব্যবহার। সম্প্রতি সংবাদমাধ্যম বিবিসি তাদের এক
প্রতিবেদনে তথ্যটি জানায়।
গবেষণায় জানা গেছে, ২০১২ সালে বিশ্বে প্রতিদিন এক কোটি ৯০ লাখ ‘চ্যাট অ্যাপ’ মেসেজ এবং এক হাজার ৭৬০ কোটি এসএমএস ব্যবহৃত হয়। আরেকটি গবেষণা সংস্থা ‘ওভাম’ জানিয়েছে, যোগাযোগ পদ্ধতির এ পরিবর্তনের ফলে ফোন কোম্পানিগুলোর এসএমএস থেকে আয় কমেছে প্রায় দুই হাজার তিনশ’ কোটি ডলার।
বিশ্বের অনেক মোবাইল ফোন কোম্পানিরই আয়ের বড় অংশ আসে এসএমএস থেকে। ইনফর্মার কর্মকর্তা পামেলা ক্লার্ক ডিকসন বলেন, ‘অনেক ফোন কোম্পানি বিষয়টিকে এসএমএস প্রথার সমাপ্তি বলে মনে করছে।’
তবে ইনফর্মা জানিয়েছে, তারা আশা করছেন, এসএমএস আরও অনেকদিন থাকবে। সেই সঙ্গে তারা আরও আশা করছেন, ২০১২ সালের এসএমএস সংক্রান্ত আয় ১১ হাজার ৫০০ কোটি ডলার থেকে বেড়ে ২০১৬ সালে ১২ হাজার ৭০০ কোটি ডলারে দাঁড়াবে।
Reference: bdnews24
গবেষণায় জানা গেছে, ২০১২ সালে বিশ্বে প্রতিদিন এক কোটি ৯০ লাখ ‘চ্যাট অ্যাপ’ মেসেজ এবং এক হাজার ৭৬০ কোটি এসএমএস ব্যবহৃত হয়। আরেকটি গবেষণা সংস্থা ‘ওভাম’ জানিয়েছে, যোগাযোগ পদ্ধতির এ পরিবর্তনের ফলে ফোন কোম্পানিগুলোর এসএমএস থেকে আয় কমেছে প্রায় দুই হাজার তিনশ’ কোটি ডলার।
বিশ্বের অনেক মোবাইল ফোন কোম্পানিরই আয়ের বড় অংশ আসে এসএমএস থেকে। ইনফর্মার কর্মকর্তা পামেলা ক্লার্ক ডিকসন বলেন, ‘অনেক ফোন কোম্পানি বিষয়টিকে এসএমএস প্রথার সমাপ্তি বলে মনে করছে।’
তবে ইনফর্মা জানিয়েছে, তারা আশা করছেন, এসএমএস আরও অনেকদিন থাকবে। সেই সঙ্গে তারা আরও আশা করছেন, ২০১২ সালের এসএমএস সংক্রান্ত আয় ১১ হাজার ৫০০ কোটি ডলার থেকে বেড়ে ২০১৬ সালে ১২ হাজার ৭০০ কোটি ডলারে দাঁড়াবে।
Reference: bdnews24
Tagged as: Technology, World News
About the Author
Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments: