৬ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চালু

Posted by PC Help & Tricks  |  at  08:05 No comments

কুমিল্লায় জালালাবাদ এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল চলাচল শুরু হয়েছে।
 কুমিল্লা রেলের সহকারী নির্বাহী প্রকৌশলী ইরফানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বেলা পৌনে ১২টার দিকে সদর দক্ষিণ উপজেলার দৌলতপুর রেলক্রসিংয়ের কাছে সিলেট থেকে চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়।
ফলে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগিটি সরিয়ে নিলে সন্ধ্যা ৬টার দিকে আবার ট্রেন চলাচল শুরু হয়।
এই সময়ে ঢাকা থেকে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতি ও চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গোধূলিসহ তিনটি ট্রেন কুমিল্লার আশপাশের বিভিন্ন স্টেশনে আটকে থাকে। ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। 
ইরফানুল ইসলাম জানান, এ দুর্ঘটনায় কেউ আহত হননি।
কী কারণে বগি লাইনচ্যুত হয়েছিল তা জানাতে পারেননি রেল কর্মকর্তারা।

Reference: bdnews24

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

0 comments:

Latest Tweets

Tags

What they says