Test Drive: 2013 Volkswagen Beetle Convertible TDI

Posted by PC Help & Tricks  |  at  13:00




The Volkswagen Beetle ain’t what it used to be.
21st century versions have been more of a fashion accessory than a counter-culture statement, and despite a design that intentionally hearkens back to the original, the latest Beetle launched last year is even less of a cartoon character than those before it.
But there is one Bug available that is unlike any other car on the road.
The 2013 Volkswagen Beetle Convertible TDI is the only diesel-powered drop top ever sold in the United States. Better yet, it’s available with a stick shift, so car enthusiasts and hipsters may finally have something to commune over.
It’s the same 2.0-liter four-cylinder turbodiesel you find in just about every other VW model these days, pumping out 140 hp and 236 lb-ft of front-tire spinning torque. More important to its mission, the motor/transmission combo delivers 41 mpg on the highway according to the EPA, which is kind of a joke.
Not in a bad way. I hit that mark without even trying and kept on going, seeing as high as 44 mpg on a 70 mph interstate run. Diesels are often overachievers in the MPG department, and this one appears to be no exception.  A six-speed automatic is an option and loses 4 mpg, on paper at least.
On pavement, the BC handles with typical VW confidence, but its limits are well within reach and it won’t be giving any GTIs the sweats at the local autocross. It’s not a fast car by objective measures, but that torque offers nice response when you punch it, even if the party ends a little early. The stopwatch mounted to the dashboard is better suited for seeing how long you can go between fill-ups. (14.5 gallon tank x 41 mpg/65 mph > 9 hours max.)
Easy cruising is more the point of the Beetle Convertible, anyway. It has a fully independent suspension that VW says is sport-tuned, but in reality is as cushy as the cashmere sweater you might wear while driving it on a chilly late spring day.
Given how much of the donor car that’s missing, the convertible’s chassis is surprisingly rigid. I made a “wrong” turn onto a gravel road that would give a Subaru pause, and the only shakes and rattles were coming from me jamming to the 400-watt Fender audio system that comes with a navigation package that tacks $1,300 on top of TDI’s $28,690 starting price.
With the top open, the breeze is bearable at highway speeds, but a large wind blocker that installs over the rear seats knocks it down to near zero when you put the windows up, too. No one can sit back there in this configuration, but even though the seats are large by convertible standards, they’re probably better left folded down to expand the trunk, which is not large at all.
Chalk part of that up to the fact that the roof stows much lower than the ones on past Beetles, to the point that you can actually see what’s behind you when it’s down. Up? Stay in the right lane and you won’t have to worry about the enormous blind spot.
Other than all that, the Beetle Convertible is pretty much identical to the coupe. Same body color dash inserts, thin rim steering wheel…the works. My one ergonomic complaint is that the center armrest obstructs both a cupholder and the handbrake lever, creating a simultaneous hindrance to hydration and hoonage.
The retro subcompact drop-top segment is pretty crowded these days, with the tiny Fiat 500c and MINI Cooper Convertible obvious competitors for the Beetle, which is the most practical package of the trio. Not-quite bargain shoppers can pick up a five-cylinder gasoline version for $25,790, or a Turbo model with that GTI engine for $28,590, but then you’re edging back into common car territory.
If you’re going for a Beetle, you’ve got to commit.
----------
2013 Volkswagen Beetle Convertible TDI
Base Price: $28,690
Type: 2-door, 4-passenger convertible
Engine: 2.0-liter 4-cylinder turbodiesel
Power: 140 hp, 236 lb-ft torque
Transmission: 6-speed manual
MPG 28 city/41 highway


Reference: foxnews

0 comments:

এই সময়ের রূপচর্চা

Posted by PC Help & Tricks  |  at  01:30

মাসটা বৈশাখ। তাই ঝড়-বৃষ্টি ছাড়া বেশ গরম। অল্পতেই ঘেমে-নেয়ে উঠতে হয়। এর সঙ্গে ধুলাবালি গায়ে মুখে লেগে ত্বকে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। গ্রীষ্মে ত্বকের সমস্যা আর সমাধান নিয়ে বিস্তারিত জানাচ্ছেন প্রিয়াংকা’স অ্যারোমা থেরাপি স্পা অ্যান্ড বিউটি সেলুন-এর রূপবিশেষজ্ঞ শিবানী দে।
 গরমের মধ্যেও মৃদুমন্দ বাতাস আর মাঝে মাঝে বৃষ্টি বাদল কিছুটা স্বস্তি দিয়ে যায়। তবে এই সময়ে ত্বকের যে ক্ষতিটা হচ্ছে তা পূরণ করা খুবই জরুরি। গরমে চামড়ায় বিভিন্ন রকম সমস্যা হয়। যেমন অতিরিক্ত ঘাম, ঘামাচি, সূর্যের তাপে ত্বক পুড়ে যাওয়া ইত্যাদি। তাছাড়া অতিরিক্ত তেল নিঃসরন হওয়া ফলে ত্বকে ব্রণ দেখা দেয়। ঘাম ও ধুলাবালির কারণে অনেকের অ্যালার্জিও দেখা দেয়। আরও একটি বিষয় হচ্ছে, এই সময়ে অতিরিক্ত ঘাম ও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় দেহ থেকে অতিরিক্ত পানি বের হয়ে ত্বক শুষ্ক হয়ে যায়।
প্রতিকার
গরমে ঘাম হবে এটা খুবই স্বাভাবিক। ঘাম পুরোপুরি বন্ধ না করে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ জন্য প্রচুর পরিমাণে পানি ও জলজ ফল খেলে খুবই উপকার পাওয়া যায়। পানি পান করা এবং জলজ ফলমূল খেলে হিটস্ট্রোক থেকেও রক্ষা পাওয়া যায়।

রূপচর্চার ক্ষেত্রে এ সময়ে পরিষ্কার পানিতে কমপক্ষে দিনে ২ বার গোসল দিন। ভালো সুগন্ধি ব্যবহার অনেকাংশে অস্বস্তি থেকে রক্ষা করতে পারে। দুর্গন্ধ ও ঘামাচি থেকে রক্ষা পেতে হলে গোসলের সময় এক বালতি পানিতে ১ চা চামচ খাবার লবণ ও ল্যাভানডার গার্ডেনিয়া এসেনসিয়াল ওয়েল (Lavender, Gardenia Essential Oil) মিশিয়ে মাথা ও চুল বাদে সারা শরীরে ঢেলে দিলে ভালো ফল পাওয়া যাবে। এ সময়ে সুতির ও ঢিলেঢালা পোশাক পরা উচিত। এছাড়া ঘামের দুর্গন্ধ, ঘামাচি বা এই ধরনের সমস্যায় সবরকম সহায়তা করবে শিবানী’জ অ্যারোমার ‘শীতল বডি ওয়াশ’।
রোদে যাদের ত্বক পুড়ে গেছে বা কালো ভাব হয়ে গেছে তাদের জন্য কমলালেবু সমৃদ্ধ ফেইসওয়াশ দিয়ে মুখ ধোয়া উচিত। আর অন্তত ১দিন পরপর একটি ফেইস প্যাক ব্যবহার করা খুবই জরুরি। এতে ত্বকে রোদেপোড়া ভাবটা দূর হয়ে যাবে। এ রকম একটি প্যাক হচ্ছে শিবানী’জ অ্যারোমার ‘ফেয়ার গ্লো প্যাক’। এটি পানিতে না গুলিয়ে নিমসমৃদ্ধ ভালো মানের টোনার দিয়ে গুলিয়ে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে। যাদের অ্যালার্জি আছে তারাও খুব উপকৃত হবেন। প্যাকটি বানাতে মুলতানি চন্দন, অম্বগান্ধা, শঙ্খগুড়া উপাদানগুলো মেশালে আরও ভালো কাজ দেবে। এর সঙ্গে নিমের টোনার হিসেবে রয়েছে ‘নিমটিন’।

সবচেয়ে জরুরি হচ্ছে সূর্য রশ্মি থেকে রক্ষা পাওয়া। এক্ষেত্রে এমন সান প্রোটেকশন লোশন বা ক্রিম বাছাই করা উচিত, যাতে ঘাম হলেও সমস্যা হবে না। আর ত্বক তৈলাক্ত করবে না। অ্যালোভেরা জেলসমৃদ্ধ সান প্রোটেকশন লোশন খুবই কার্যকরী। ছাতা আর রোদচশমা ব্যবহার সূর্যের তাপ থেকে ত্বককে রক্ষা করবে।অতিরিক্ত তেল নিঃসরণ ও ধুলাবালিতে ব্রণ হওয়ার সম্ভাবনা প্রবল। এর জন্য ত্বক পরিষ্কার রাখা ছাড়া বিকল্প নেই। দিনে রাতে কমপক্ষে তিন থেকে চারবার পানি দিয়ে ঝাপটা দেওয়া আর না মুছে মুখে শুকাতে দেওয়া খুবই উপকারী। কারণ পানি হচ্ছে প্রাকৃতিক ময়েস্চারাইজার। এ সমস্ত সমস্যায় শিবানী অ্যারোমায় যা আছে- শীতল বডি ওয়াশ, অলক্লিন ক্লিনজার। অরেঞ্জ অ্যান্ড হানি ফেইসওয়াশ, সকালসন্ধ্যা স্ক্রাবার ফেইসওয়াশ, নিম চন্দন ফেইসওয়াশ, ভিটামিন-ই ফেইসওয়াশ, নিমটিন, ফেয়ার গ্লো প্যাক, সান সেফ জেল, সানসেফ

Reference: bdnews24

0 comments:

গরমে নিজের যত্ন

Posted by PC Help & Tricks  |  at  01:00

গরমের কারণে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। সেসব বিষয় নিয়ে পরামর্শ দিয়েছেন ওমেন্স ওয়ার্ল্ড বিউটি পার্লারের কর্ণধার কণা আলম।
 
গরমে চুলের গোড়া ঘেমে যায়।সঙ্গে ধুলোবালির আক্রমণ তো আছেই। অনেক সময় অতিরিক্ত গরমে মাথায় খুশকি বা ঘামাচি বের হয়।তাই যতুটুকু সম্ভব চুল ঢেকে রাখতে হবে।এ ক্ষেত্রে নিয়ম মাফিক শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে।
রোদে বের হলে চুল খোলা না রাখাটাই ভালো।এ ক্ষেত্রে বেণী অথবা খোঁপা করে রাখতে পারেন। সে ক্ষেত্রে কিছু সহজ এবং আকর্ষণীয় বেণী যেমন ফিশ বেণী অথবা চুল সামনে একটু ফুলিয়ে বেণী করা যেতে পারে।
কিছু সহজ খোঁপা, যেমন-- ফ্রেঞ্চ রোল খোঁপা, চুড়া-জুড়া, টুইস্ট বান খোঁপা করা যেতে পারে।
বাইরে থেকে এসে ফেইসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।এতে মুখ থেকে ময়লা চলে যাবে এবং ব্রণ হওয়ার সম্ভাবনা কমে যায়। গরমে মুখের তৈলাক্তভাব বেড়ে যায়, যা বারবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
ডিমের সাদা অংশ, লেবুর রস, শশার রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। মুখের তৈলাক্তভাব অনেকখানি কমে যাবে।
অথবা, মসুরডাল বাটা, শশার রস ও ডিমের সাদা অংশ মিশিয়ে লাগাতে পারেন। উপকার পাবেন।

এছাড়া কাঁচা হলুদ, বেসন, শশার রস ও গাজরের রস ভালো করে মিশিয়ে মুখে লাগান। কাঁচা হলুদ ত্বক উজ্জ্বল করে। তবে প্যাকে বা মিশ্রণে কাঁচা হলুদের পরিমাণ বেশি হলে মুখ কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সূর্যের তাপে হাত-পা কালো হওয়া থেকে বাঁচাতে বড় হাতার জামা এবং পায়ের পাতা সম্পূর্ণ ঢেকে রাখে এমন জুতা পরা উচিত।ধুলোবালি এবং সূর্যের অতিবেগুনি রশ্মি হতে নিজেকে সুরক্ষিত রাখার জন্য সানক্রিম, সানগ্লাস, টুপি, ছাতা ব্যবহার করা যেতে পারে।

Reference: bdnews24

0 comments:

চীনের আকাশে বাংলার ঘুড়ি

Posted by PC Help & Tricks  |  at  21:45

জোর লড়াই চলছে অন্য দেশের ঘুড়িয়ালের সঙ্গে বাংলাদেশের ঘুড়িয়ালের। শেষ পর্যন্ত ৪৮ জন প্রতিযোগীর মধ্যে অষ্টম স্থানে বাংলাদেশ।
 
চীনের শানতুং প্রদেশের ওয়েইফাং শহরে পাঁচ দিনের আন্তর্জাতিক ঘুড়ি উৎসবের দ্বিতীয় দিনের ঘটনা এটি।
তুষারপাত ও তীব্র শীত উপেক্ষা করে চীনের শানতুং প্রদেশের ওয়েইফাং শহরে ২০ এপ্রিল সকালে ৩০তম আন্তর্জাতিক ঘুড়ি উৎসবের উদ্বোধন হয়। বাংলাদেশসহ প্রায় ৪০টি দেশের ঘুড়ি-প্রেমিকরা পাঁচ দিনের এই উৎসবে অংশ নিয়েছেন।
ওয়েইফাং শহরের প্রান্তে ফু-ইয়ান-শান আন্তর্জাতিক ঘুড়ি উড্ডয়ন মাঠে এই উৎসবের আয়োজন করে চীনের রাষ্ট্রীয় ক্রীড়া প্রশাসন ও স্থানীয় সরকারের সহযোগিতায় ওয়েইফাং ইন্টারন্যাশনাল কাইট ফেডারেশন। ২০ এপ্রিল সকাল ৮টা থেকেই বিস্তৃত প্রান্তরে ঘুড়ি-প্রেমিকরা জমায়েত হতে থাকেন। ওয়েইফাংসহ চীনের বিভিন্ন অঞ্চলে এর আগের দিন বিকেল থেকেই অপ্রত্যাশিতভাবে শুরু হওয়া তুষারপাত তখনও চলছিল। পুরো মাঠ ও আশপাশের এলাকায় তুষারের আচ্ছাদন। মেঘলা আকাশ ও তুমুল তুষারপাত উপেক্ষা করে ওয়েইফাংয়ের আকাশে ওড়ে শত শত বিচিত্র বর্ণের ও আকৃতির ঘুড়ি। বরফ ঢাকা মাঠে বিভিন্ন বয়সের শত শত ঘুড়িয়ালের পদচারণা।
সকাল সাড়ে দশটায় উৎসবের উদ্বোধন হয়। চীনের ঐতিহ্যবাহী বেইজিং অপেরার শিল্পীবৃন্দের  পরিবেশনার মধ্য দিয়ে সূচনা ঘটে উদ্বোধনী সাংস্কৃতিক উৎসবের। পরপর পরিবেশিত হয় ড্রাগন নৃত্য, উশু এবং চীনের ঐতিহ্যবাহী অন্যান্য নৃত্য। শিল্পীদের বর্ণিল পরিবেশনা ও মেঘলা আকাশে অসংখ্য বর্ণিল ঘুড়ির উপস্থিতি পরিবেশকে আরও মনোমুগ্ধকর করে তোলে। ঘুড়ির জন্মভূমি চীনের ওয়েইফাংয়ের এই উৎসবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রিয়া, জার্মানি, নেদারল্যান্ডস, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী ঘুড়ির উড্ডয়ন চলছিল সেদিন।
বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা বেনুর নেতৃত্বে ছয় সদস্যের বাংলাদেশ দলে রয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ আবদুস সামাদ, মাহমুদ হোসেন তওফিক বাবর, চীন আন্তর্জাতিক বেতারের সাংবাদিক শিহাবুর রহমান ও এই প্রতিবেদক।
উৎসবের দ্বিতীয় দিন ২১ এপ্রিল বাংলাদেশ দলের সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম ও মোহাম্মদ আবদুস সামাদ ঘুড়ি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। দ্বিতীয় দিন ছিল প্রথম দিনের সম্পূর্ণ বিপরীত। ঝকঝকে রোদ। তুষারের চিহ্নমাত্র নেই কোথাও। চারদিকে ফাল্গুনের বাতাস বইছে। সকাল ৮টা থেকেই মাঠে উড়ছে বৈচিত্র্যময় ঘুড়ি। রয়েছে প্রজাপতি, পাখি, অক্টোপাস, ড্রাগন, স্টিং রে, পুতুলসহ বিভিন্ন রকম ত্রিমাত্রিক ঘুড়ি।
সকাল দশটায় শুরু হল কাটাকাটি লড়াই। বাংলাদেশের ঐতিহ্যবাহী ঘুড়ি-লাটাই নিয়ে অত্যাধুনিক হুইল আর ঘুড়ির সঙ্গে লড়াইয়ে নামলেন মো. রফিকুল ইসলাম। পুরান ঢাকার বংশালের যুবক তিনি। ছোটবেলা থেকেই ঘুড়ি উড়িয়েছেন, খেলেছেন কাটাকাটি খেলা। চীনের মাটিতে এসে নিয়মকানুন বুঝে নিতেও সময় লাগল কিছুক্ষণ। ভাষার সমস্যা তো রয়েছেই। তবু চীনের এক প্রতিযোগীর ঘুড়ি ‘ভা কাট্টা’ করে পৌঁছে গেলেন তৃতীয় রাউন্ডে।
বাংলাদেশের আরেক ঘুড়িয়াল আবদুস সামাদও বংশালের যুবক। ছোটবেলা থেকেই বাড়ির ছাদে আর ধূপখোলার মাঠে ঘুড়ি উড়িয়েছেন। চীনে এত ধরনের ঘুড়ি দেখে বিস্ময়ে অভিভূত হলেন তিনি।
আগামীতে আধুনিক কৌশল ও প্রযুক্তি ব্যবহার করে জয়ের প্রত্যাশা ব্যক্ত করলেন দু’জনই।
কাটাকাটি লড়াইয়ে শেষ পর্যন্ত ব্রাজিলের এক ঘুড়িয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন হংকংয়ের এক প্রতিযোগী।
ওয়েইফাংয়ে আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে দশ বছরেরও বেশি সময় ধরে অংশ নিচ্ছেন শাহজাহান মৃধা বেনু। তিনি বাংলাদেশে বিশ্বখ্যাত বিভিন্ন ধরনের ঘুড়ি উড্ডয়নের পথিকৃৎ। দেশজ ঐতিহ্য ঘুড়ি উড়ানোকে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দেওয়ার কৃতিত্বের অধিকারী তিনি। তাঁর সংগ্রহে আছে শতাধিক ধরনের ঘুড়ি। তিনি শুধু ঘুড়ি সংগ্রহই করেন না, নিত্যনতুন নকশার ঘুড়ি উদ্ভাবনও করেন। বললেন, “নিত্যনতুন ধরনের ঘুড়ি ওড়ানো ও দেখার অসাধারণ আনন্দের সঙ্গে দেশবাসীকে পরিচিত করাতে চাই।”
তিনি নতুন নকশার এলইডি ঘুড়িও সংগ্রহ করেছেন। আগামীতে আরও অনেক ধরনের ঘুড়ি উড্ডয়নের কৌশল আয়ত্ব করার প্রচেষ্টা চালাচ্ছেন। ঘুড়ির নতুন নকশা ও প্রযুক্তি অর্জনে সচেষ্ট তিনি। বললেন, “বাংলাদেশে আমরা বহুদূর এগিয়েছি, তবে এখনও অনেক পথ বাকি। নতুন প্রযুক্তি ও কৌশল অর্জনে বিশ্বের বিভিন্ন দেশের সমকক্ষ হতে হবে আমাদের।”
বিলম্বে বসন্ত এসেছে এবার। ফু-ইয়ান-শান পাহাড়ি উদ্যানজুড়ে বিভিন্ন গাছে সবুজ পাতা মেলেছে। যেদিকে চোখ রাখি শুধু দেখা যায় চেরি ফুলের সমারোহ। এরই মধ্যে ঘুড়ি উৎসব চলছে। ওয়েইফাং শহরের আকাশে এখন ঘুড়ির মেলা। নীল আকাশে অসংখ্য ঘুড়ির ওড়াউড়ি। অসাধারণ সুন্দর সেই দৃশ্য, দেখার অনুভূতিও অনন্য।

সূত্র:  bdnews24

0 comments:

সোনবাহিনীর দাবি- ভবন ধসে ‘নিখোঁজ ১৪৯’

Posted by PC Help & Tricks  |  at  21:44

সাভারে ভবন ধসের ঘটনায় নিখোঁজের সংখ্যা এখন ১৪৯ জন বলে দাবি করেছেন উদ্ধার অভিযানে নেতৃত্ব দেয়া সেনা কর্মকর্তা মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী।
 
ধসের এক সপ্তাহ পর উদ্ধার অভিযান চলার মধ্যেই বুধবার রানা প্লাজার সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। তবে কীসের ভিত্তিতে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে, তা জানাননি তিনি।
সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক হাসান সারওয়ার্দী একদিন আগেও যে হিসাব দিয়েছিলেন, তাতে ধ্বংসস্তূপের ভেতর চারশ’র মতো লাশ থাকতে পারে বলে ধারণা পাওয়া গিয়েছিলো। 
তবে নয়া তলা ওই ভবনের বিভিন্ন তলার আহত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়,গত ২৪ এপ্রিল ধসের সময় সাড়ে ৪ হাজারের বেশি শ্রমিক কাজ করছিলেন সেখানে।
ভবন ধসে নিহতের সংখ্যা ৪১১ জনে দাঁড়িয়েছে বলে বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন অধর চন্দ্র বিদ্যালয় মাঠে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এসআই জালাল তালুকদার।
এর মধ্যে ভারী সরঞ্জাম নিয়ে উদ্ধার অভিযানের তৃতীয় দিন বুধবার উদ্ধার করা হয়েছে ১৮টি লাশ।
ধ্বংসস্তূপে লাশ উদ্ধারের পর এই বিদ্যালয়ে রাখা হচ্ছে লাশগুলো। সেখানে সনাক্তের পর লাশ হস্তান্তর চলছে। ৪১১টির মধ্যে ৩৫৬টি লাশ স্বজনরা নিয়ে গেছেন বলে এসআই জালাল জানান।
অধর চন্দ্র বিদ্যালয়ে সন্ধ্যায় নয়টি লাশ ছিল, যাদের পরিচয় সনাক্ত করা যায়নি। পরিচয় না পাওয়া লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ এবং মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়।
কয়েকদিন রাখার পর যাদের সনাক্ত করা যায়নি, ডিএনএ নমুনা রাখার পর তাদের বেওয়ারিশ হিসেবে জুরাইন কবরস্থানে দাফন করা হচ্ছে।
নিখোঁজ শ্রমিকদের একটি তালিকা মঙ্গলবার পর্যন্ত অধরচন্দ্র বিদ্যালয় প্রাঙ্গণে ছিল। পুলিশের তত্ত্বাবধানে এই তালিকায় সেদিন পর্যন্ত ১৩শ’ জনের নাম উঠেছিল। কিন্তু বুধবার এই তালিকা পাওয়া যায়নি ।
তালিকা করা বন্ধ কেন- জানতে চাইলে এসআই জালাল বলেন, এই বিষয়ে তিনি কিছু জানেন না।
ধসে পড়া ভবনের সামনে এবং অধরচন্দ্র বিদ্যালয়ে এখনো অনেক মানুষ জড়ো হয়ে আছেন, যারা বলছেন, তাদের স্বজনের সন্ধান এখনো মেলেনি।
লাশ ও হাসপাতালগুলোতে আহতদের দেখে আসা এসব ব্যক্তির ধারণা, তাদের স্বজন চাপা পড়ে আছে  ধ্বংসস্তূপের নিচে।
স্বজনের খোঁজে থাকা এই ভিড় নিখোঁজের সংখ্যা ১৪৯ জনের অনেক বেশি বলেই জানান দেয়। লাশ ‘গুম’ হচ্ছে বলেও এদের অনেকের সন্দেহ।
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বুধবার নারায়ণগঞ্জে এক জনসভায় বলেছেন, সরকার হতাহতদের প্রকৃত পরিসংখ্যান দিচ্ছে না, সংখ্যা কমিয়ে বলা হচ্ছে।
তার বক্তব্যের প্রতিক্রিয়ায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক রাতে বেসরকারি টেলিভিশনকে বলেন, “সশস্ত্র বাহিনীর সদস্যরা দিন-রাত পরিশ্রম (উদ্ধার অভিযানে) করছে, ফায়ার ব্রিগেডের কর্মীরা পরিশ্রম করছেন,
“আপনারা (সাংবাদিক) যারা ওঁৎ পেতে বসে আছেন, তিনি (খালেদা)  কি আপনাদের প্রতিও সন্দেহ প্রকাশ করেননি।”
কথিত যুবলীগ নেতা সোহেল রানার ধসে পড়া ওই ভবনে উদ্ধার অভিযান তদারকিতে প্রতিমন্ত্রী নানক শুরু থেকেই রয়েছেন।
ধ্বংসস্তূপ সরানোর কাজে ব্যবহৃত ট্রাকগুলো থামিয়ে সাধারণ মানুষের তল্লাশির প্রতি ইঙ্গিত করে মেজর জেনারেল সারওয়ার্দীও মঙ্গলবার উষ্মা প্রকাশ করে বলেন, “অনেকে সন্দেহ করছেন, আমরা ওই ট্রাকে করে লাশও সঙ্গে নিচ্ছি কি না?
“নিজের প্রাণের মায়া ত্যাগ করে যারা এত মানুষকে উদ্ধার করল, তাদের দ্বারা কি এই কাজ সম্ভব?”
এতে উদ্ধার তৎপরতা বিঘ্নিত হচ্ছে জানিয়ে তিনি বুধবার বলেন,তারা পুলিশকে বিষয়টি দেখতে বলেছেন।
উদ্ধার অভিযানের সমন্বয়ক মেজর  জেনারেল সারওয়ার্দী জানান,বুধবার সকাল পর্যন্ত জীবিত-মৃত মিলিয়ে ২৮৩৪ জনকে উদ্ধার করা হয়েছে।
আগের দিন এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ধসে পড়া ভবনে কতজন শ্রমিক কাজ করছিল তার তালিকা পাওয়া যায়নি। তবে কারখানাগুলোতে ৩ হাজার ২০০ লোক কাজ করতেন বলে তারা শুনেছেন।
নিখোঁজদের প্রকৃত সংখ্যা নির্ধারণে নয় তলা ওই ভবনের পাঁচ কারখানায় কর্মরত শ্রমিকদের তালিকা বিজিএমইএ’র কাছে চাওয়া হলেও তা পাওয়া যায়নি বলে জেনারেল সারওয়ার্দী আগের দিন জানিয়েছিলেন।
তবে বুধবার সংবাদ সম্মেলনে নিখোঁজের সংখ্যা জানানোর সময় তিনি জানাননি, ওই তালিকা পেয়ে তার ভিত্তিতেই এটি নির্ধারণ করা হয়েছে কি না।
নিখোঁজের সংখ্যা ধারণা চেয়ে অনেক কম হওয়ার কারণ হিসেবে উদ্ধার অভিযানের সমন্বয়ক বলেন, “দেখা যাচ্ছে নিখোঁজ একজনের নামই বিভিন্ন স্থানে নিখোঁজ তালিকায় কয়েকবার লিপিবদ্ধ হচ্ছে। এই কারণে প্রকৃত নিখোঁজের সংখ্যার তুলনায় তালিকার সংখ্যা পাঁচ-ছয়গুণ বেড়ে গেছে।”

ধসে পড়া রানা প্লাজার সামনে ছবি হাতে অপেক্ষমান স্বজনরা।
ধসে পড়া রানা প্লাজার সামনে ছবি হাতে অপেক্ষমান স্বজনরা।
তার এই সংবাদ সম্মেলনের পরও ছবি নিয়ে ধ্বংসস্তূপের সামনে শত শত মানুষকে জড়ো হয়ে থাকতে দেখা যায়, স্বজনের লাশের জন্য অপেক্ষা তাদের।ভবন ধসের পর জীবিতদের উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সতর্কতার সঙ্গে তল্লাশি চালাচ্ছিল উদ্ধারকর্মী দল।
পাঁচদিন পর জীবিত উদ্ধারের সম্ভাবনা নেই ধরে নিয়ে গত রোববার রাতে উদ্ধার অভিযানে যোগ করা হয় ক্রেন, বুলডোজারের মতো ভারী সরঞ্জাম।
প্রথম দিন থেকে সাধারণ মানুষ স্বেচ্ছাসেবক হিসেবে উদ্ধার কার্যক্রমে অংশ নিলেও ভারী যন্ত্রপাতি ব্যবহারের পর শুধু সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রশিক্ষিত উদ্ধারকর্মী দলই কাজে রয়েছে।
ভারী যন্ত্রপাতি ব্যবহার শুরুর সময়ে বলা হয়েছিল, ধসে পড়া অংশগুলো ক্রেনের মাধ্যমে সরিয়ে আনা হবে।
কিন্তু বুধবার দেখা গেছে, ভারী যন্ত্র দিয়ে কনক্রিটের ওই সব অংশ ভেঙে ভেঙে পরে সরানো হচ্ছে।  অষ্টম দিনেও ধসেপড়া ভবনের নয়তলার ছাদও পুরোপুরি সরানো হয়নি।
সংবাদ সম্মেলনে মেজর জেনারেল সারওয়ার্দী বলেন, জীবিত কাউকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হলেও মৃতদেহগুলো যাতে অবিকৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়, সেই কারণে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে যন্ত্রগুলো ব্যবহার করা হচ্ছে।

সূত্র: bdnews24

0 comments:

Posted by PC Help & Tricks  |  at  12:30

Battery-powered Buckeye Bullet aiming for land speed record



Ohio State University has a need for speed, but keeps it clean.
A team from OSU’s Center for Automotive Research is planning to break the world land speed record for electric vehicles next year with a streamlined car known as the VBB-3, or Venturi Buckeye Bullet 3.
Built in collaboration with Venturi, a boutique electric car company based in Monaco, the VBB-3 is a 38-foot-long all-wheel-drive battery-powered vehicle with 3,000 hp, making it the most powerful EV ever made.
The team is aiming to hit 600 km/h (373 mph) on Utah’s Bonneville Salt Flats later this year, and 700 km/h (435 mph) in 2014.
To carry enough energy to do that, the VBB-3 uses a lithium-phosphate battery pack comprised of 2,000 cells that weighs over 3,500 pounds.
It will be piloted by Roger Schroer, a test driver from the Transportation Research Center in East Liberty, Ohio -- an automotive proving ground that boasts a 7.5-mile high speed oval test track where cars can be pushed to speeds well over 200 mph.
The VBB-3 will go after the U.S. speed record in August, and the world record in September. But even if it comes up short, OSU will still be on top.
Its predecessor, the VBB-2.5, is the current record holder at 307 mph, set in Bonneville back in 2010.
Apparently, some needs are never satisfied.

Reference: foxnews

0 comments:

Smartphone apps for spring cleaning

Posted by PC Help & Tricks  |  at  12:00

Spring cleaning is a yearly ritual that many people hate. However, by putting technology to work, you can get your cleaning done in less time this year. Here are five apps and online resources to help you out.
Tackling Chores
When dividing up chores, the task of motivating slothful family members can often be more work than the tasks themselves. Rather than just stick a chore wheel on the fridge, why not turn to technology to coax your offspring into action. With Chore Hero you can manage your household workload from your smartphone. The app lets you assign tasks, check in to see when they are finished and reward productive family members with a points system.
When it comes to kids, sometimes money is the best motivator. If you want to get the most out of the weekly allowance you give your kids, turn to an app like Chore Bank for iPhone or ChorePay for Android, both of which allow you to set a monetary value to each task. When the kids complete the chore, they get to cash in, and you get peace of mind knowing that the job is done.
If you want to get the most out of the weekly allowance you give your kids, turn to an app...
Cutting Clutter
Spring is the time to start anew, so why not get rid of some of the clutter that you’ve accumulated over the years. An app like Rumgr can help you get that clutter under control. Much like a digital yard sale, Rumgr allows you to snap a few pics with a smartphone of your unwanted goods and have them up for sale in seconds. You then post your items to your social networks so that your friends and family can peruse your sale, and add them to the app’s map interface, which allows others in your area to see what you’ve got to offer.
Handyman Resources
If you’ve ever wondered about the best method to remove a wine stain or the proper way to clean leather, Good Housekeeping’s (iOS/Android) app is for you. With tips and tricks on dozens of cleaning techniques, the app will have you powering through your spring cleaning in no time.
BrightNest is another app that looks to take some of the guesswork out of home maintenance, offering up numerous tutorials and how-to guide on projects big and small. But BrightNest is more than just a resource for DIY tips. It’s also a virtual repository for details about your home, like paint swatches, appliance manuals, or the make and model of your air filter. By logging all this info into BrightNest, it’s all at your fingertips the next time you need to patch a wall or replace a part.
In The Yard
Spring cleaning isn’t just about getting your house in order; it’s also the time to get your yard and garden cleaned up. Garden Pro! and Landscaper’s Companion (iOS/Android) are two powerful apps that put all the information you need to garden at your fingertips. Featuring thousands of plant species, the apps give you plant-by-plant data on the optimal light and water conditions, times to fertilize and common problems you might encounter.
To help you stay on top of your garden this year, you can also check out Garden Plan Pro, an app that allows you to sketch out your garden beds, track planting and germination times, and get helpful reminders to ensure that your garden doesn’t go untended.
If you’re looking to tackle a landscaping project this spring, check out iScape, which allows you to overlay virtual flowerbeds, trees and shrubs on top of photos of your home so that you can test out your landscaping ideas before you ever head to the garden supply store.

Reference: foxnews

0 comments:

কাঁচা আমের পুষ্টিগুণ

Posted by PC Help & Tricks  |  at  08:30

আগেকার দিনে দাদি-নানিরা বাচ্চাদের কাঁচা আম খেতে দিতেন না। কাঁচা আমে নানা ধরনের রোগ হয় এমন ধারণাই সে সময়ে মনে পুষে রাখতেন। দিন পাল্টেছে। এখন কাঁচা আমের জুস, আচার আরও কত কি মানুষ খেতে পছন্দ করেন। কাঁচা আমের গুণাগুণ বিশ্লেষণ করতে গেলে অনেক কথাই বলতে হয়। এই সম্পর্কে জানাচ্ছেন অ্যাপোলো হাসপাতালের পুষ্টিবিদ ডা. তামান্না।
 
কাঁচা আমের উপকারিতা
* ভিটামিন সমৃদ্ধ ও মিনারেলে ভরপুর।
* ক্যারোটিন ও ভিটামিনে সমৃদ্ধ কাঁচা আম চোখ ভাল রাখার জন্য দরকার। বিটা ক্যারোটিন থাকায় হৃৎপিন্ডের বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে।
* ভিটামিন বি-১ ও ভিটামিন-২ ভাল পরিমাণে রয়েছে।
* ক্যালসিয়াম ও আয়রন রয়েছে।
* পরিশ্রমী বা নিয়মিত ব্যায়াম করার অভ্যেস থাকলে কাঁচা আম খেতে পারেন। পটাশিয়ামের অভাব পূরণ করতে পারে।
* পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম প্রচুর পরিমাণে থাকায় অ্যাসিডিটি বা অম্বল, পেশি সংকোচন, মানসিক চাপের ফলে তৈরি শারীরিক সমস্যায় উপকারী।
* কাঁচা আমে প্রচুর পরিমাণে আয়রন থাকায় তা অ্যানিমিয়া বা রক্তাল্পতা সমস্যায় বেশ উপকারী।

রোগ প্রতিরোধ* ফাইবার বা আঁশ সমৃদ্ধ হওয়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে। এছাড়া কোলন বা মলাশয়ে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।
* কলেরা, রক্তাল্পতা ও যক্ষা প্রতিরোধে সাহায্য করে।
* ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে ও গরমের সময় সর্দিগর্মি থেকে রক্ষা করে।
* আমের বীজ শুকিয়ে চূর্ণ করে ডায়রিয়া সারাতে ব্যবহার করা হয়।
* আমের পাতা ব্যবহার করে বহুমূত্ররোগের প্রকোপ কমানো যায়।
* নিফ্রাইটিস বা বৃক্ক প্রদাহ এবং কিডনির সমস্যা সমাধানে সাহায্য করে।
* নিঃশ্বাসের সমস্যা, জ্বরের সমস্যা উপশম করে।
অন্যান্য উপকারিতা
* যথেষ্ট পরিমাণ কার্বোহাইড্রেট রয়েছে।
* অ্যালকালাইন জাতীয় খাবার হওয়ায় অ্যাসিডিটি উপশমে ভাল কাজ করে।
* অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় অ্যান্টি-ভাইরাস ও অ্যান্টি-ক্যান্সার উপাদান রয়েছে।
* ত্বক উজ্জ্বল রাখতে আমের পাল্প বা আঁশ সাহায্য করে।
* আম পাতলা করে কেটে ত্বকের ওপর কিছুক্ষণ রেখে মুখ ধুয়ে ফেলুন। রোমকূপের মুখ বন্ধ হয়ে যাওয়ার সমস্যা কমে যাবে।
* কাঁচা আম শুকিয়ে তৈরি করা আমচূর গুঁড়া স্কার্ভি সারানোয় কার্যকর। যথেষ্ট পরিমাণে টাটকা শাকসবজি ও ফলমূল না খাওয়ার ফলে সৃষ্ট রক্তঘটিত রোগই হচ্ছে স্কার্ভি।
* কাঁচা আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। এমনকি পাকা আমের তুলনায় কাঁচা আমে ভিটামিন সি বেশি পরিমাণে থাকে।

Reference: bdnews24

0 comments:

ঠোঁট যদি হয়ে যায় কালো

Posted by PC Help & Tricks  |  at  08:19

ঠোঁটের স্বাভাবিক রং হারানোর ফলে সৌন্দর্যহানি হয়। তাই এর জন্য কিছু সমাধান দিয়েছেন ওম্যান’স ওয়ার্ল্ডের কর্ণধার কণা আলম।
 
সমস্যার সমাধান যদি প্রথম থেকেই  করা যায় তাহলে পুনরায় সেটা হওয়ার সম্ভাবনা কমে যায়।ঠিক তেমনি কালো হয়ে যাওয়া ঠোঁটের ঝামেলা থেকে নিজেকে মুক্ত করার জন্য একেবারে শুরু থেকেই সতর্ক হওয়া উচিত।
যেসব কারণে ঠোঁট কালো হয় :
* অত্যধিক ধূমপান
* বেশি চা-কফি পান
* কমদামের লিপস্টিক বা অননুমোদিত প্রসাধনসামগ্রী  ব্যবহার করা
* রোদেপোড়া
* ঠোঁটে সঠিক আর্দ্রতার অভাব।
পরামর্শ
* যদি চেইন স্মোকার হন বা ঘন ঘন ধূমপানের অভ্যাস থাকে, প্রথমেই তা ছাড়ুন।
* দিনে দুবারের বেশি চা-কফি খাওয়া উচিত নয়।
* প্রতিদিন কমপক্ষে আট গ্লাস পানি অবশ্যই খাওয়া উচিত।
* লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন।ধনেপাতার রসও ঠোঁটের কালোভাব দূর করে।
* ময়েশ্চারাইজার বা আর্দ্রতার কারণে যাদের ঠোঁট কালো হয়, তারা রাতে ঘুমাতে যাওয়ার আগে গ্লিসারিন অথবা এরসঙ্গে আমন্ড তেল মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন।
* দু-চামচ লেবুর রসের সঙ্গে নারকেল তেল ও এক চামচ মৌমাছির মোম মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে পারেন।  তা দিনে একবার ব্যবহার করলে উপকার পাবেন।
* একটা লেবুর অর্ধেকটা কেটে তার উপর দুই ফোঁটা মধু ফেলে বৃত্তাকারে ঠোঁটে বুলান বা ম্যাসাজ করুন।
* সকালে দাঁত ব্রাশ করার সময় ঠোঁটও আলতো করে ব্রাশ করে নিতে পারেন।

Reference: bdnews24

0 comments:

এভারেস্ট একাডেমী'র পর্বতারোহণ প্রশিক্ষণ

Posted by PC Help & Tricks  |  at  08:16

বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহীমের তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশ মাউন্টেনিয়ারিং অ্যান্ড লিডারশিপ স্কুলের আয়োজনে শুরু হচ্ছে পবর্তারোহণ প্রশিক্ষণ। ১০ মে থেকে শুরু হবে এই প্রশিক্ষণ।
এই প্রশিক্ষণের জন্য ফি ৮ হাজার ৫০০ টাকা। ৫ মে'র মধ্যে রেজিস্ট্রেশন করলে থাকছে এক হাজার টাকা ছাড়।এই খরচেই ১২ দিনের প্রশিক্ষণ, বান্দরবানে যাওয়া-আসা, ৩ রাত ৪ দিন থাকা- সব কিছু।বাড়তি পাওনা- অ্যাডভেঞ্চার লিডারশিপ ও পর্বতারোহণ ট্রেনিং।
ডিউক অব এডিনবার্গস অ্যাওয়ার্ড ফাউন্ডেশন, বাংলাদেশ এখন এভারেস্ট একাডেমীর প্রতিটি উদ্যোগের সঙ্গে থাকছে।
১৪-২৫ বছর বয়সী সকল তরুণ-তরুণী এভারেস্ট একাডেমীর যে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করলে (শর্তসাপেক্ষে) সবাই ডিউক অফ এডিনবার্গ অ্যাওয়ার্ডে ভূষিত হবেন (ব্রোঞ্জ, সিলভার, গোল্ড)।
বিস্তারিত জানতে ৯ মে সন্ধ্যা ৬টা ৩০মিনিটে এভারেস্ট একাডেমীর অফিসে (১৪/৪ ইকবাল রোড, মোহাম্মদপুর, ঢাকা -১২০৫) ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশ নিতে পারবেন।
ঢাকার বাইরের বন্ধুদের ঢাকায় থাকার সুবিধা
অ্যাডভেঞ্চারপ্রেমীরা যারা ঢাকার বাইরে থেকে এসে যোগ দিতে চান, তাদের জন্য ঢাকায় থাকার উদ্যোগ নেওয়া হয়েছে। একেবারেই নামমাত্র খরচে- দিনপ্রতি ২০০/- টাকা করে থাকতে পারবেন।
৭ দিনব্যাপী 'ঢাকা পর্ব'র প্রশিক্ষণ চলবে ১০ মে সকাল ৬টা ১৫ মিনিট থেকে মোহাম্মদপুরের ইকবাল রোডের খেলার মাঠে, প্রতিদিন ২ ঘণ্টা করে।
এ সময় প্রশিক্ষণার্থীরা পর্বতারোহণের কৌশল, পর্বতে চলার নিয়মকানুন, পর্বতের আবহাওয়া, পর্বতারোহণের সময় শারীরিক সুস্থতা, ঔষধপত্র, প্রাথমিক চিকিৎসা, ম্যাপ রিডিং, হিমালয়, পর্বতে বিপদ থেকে উদ্ধার ইত্যাদির উপর তাত্ত্বিক ক্লাসসহ পর্বতারোহণ সরঞ্জামের সঙ্গে পরিচয়, পর্বতারোহণ সরঞ্জাম ব্যবহার করে বিভিন্ন ব্যবহারিক ক্লাস, ব্যাগ প্যাক করার নিয়ম, পর্বতারোহণে প্রয়োজনীয় নানা ধরনের গিঁট শেখা, ডাবল জুমার ক্লাইম্বিং, আইসবুট-ক্র্যাম্পন ব্যবহার করে ক্রেভাস (বরফের ফাটল) অতিক্রম করার কৌশল, ফিক্সড রোপে ক্লাইম্বিং, রোপ আপ করে চলার কৌশল, আইস-এক্স ব্যবহার করে পাহাড়ের ঢালে ক্লাইম্বিং ইত্যাদি শেখানো হবে।
এছাড়াও পাহাড়ি ঝিরি ও খাড়া ঢালে সারাদিন ধরে ট্রেকিং করার সুবর্ণ সুযোগ তো থাকছেই। পাশাপাশি তাঁবুতে রাত্রিবাসের সুযোগ থাকছে এ সময়।

Reference: bdnews24
 

0 comments:

‘চ্যাট অ্যাপে’র ফলে কমছে এসএমএস

Posted by PC Help & Tricks  |  at  08:13

প্রযুক্তির এ যুগে নিয়ত বাড়ছে ‘চ্যাট অ্যাপ’ বা চ্যাটিং অ্যাপ্লিকেশনের ব্যবহার। মার্কিন গবেষণা সংস্থা ‘ইনফর্মা’র গবেষণায় জানা গেছে, এধরনের বিভিন্ন অ্যাপ ব্যবহারের ফলে কমেছে মোবাইল ফোন থেকে পাঠানো শর্ট মেসেজ সার্ভিস (এসএমএস)-এর ব্যবহার। সম্প্রতি সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে তথ্যটি জানায়।

গবেষণায় জানা গেছে, ২০১২ সালে বিশ্বে প্রতিদিন এক কোটি ৯০ লাখ ‘চ্যাট অ্যাপ’ মেসেজ এবং এক হাজার ৭৬০ কোটি এসএমএস ব্যবহৃত হয়। আরেকটি গবেষণা সংস্থা ‘ওভাম’ জানিয়েছে, যোগাযোগ পদ্ধতির এ পরিবর্তনের ফলে ফোন কোম্পানিগুলোর এসএমএস থেকে আয় কমেছে প্রায় দুই হাজার তিনশ’ কোটি ডলার।

বিশ্বের অনেক মোবাইল ফোন কোম্পানিরই আয়ের বড় অংশ আসে এসএমএস থেকে। ইনফর্মার কর্মকর্তা পামেলা ক্লার্ক ডিকসন বলেন, ‘অনেক ফোন কোম্পানি বিষয়টিকে এসএমএস প্রথার সমাপ্তি বলে মনে করছে।’

তবে ইনফর্মা জানিয়েছে, তারা আশা করছেন, এসএমএস আরও অনেকদিন থাকবে। সেই সঙ্গে তারা আরও আশা করছেন, ২০১২ সালের এসএমএস সংক্রান্ত আয় ১১ হাজার ৫০০ কোটি ডলার থেকে বেড়ে ২০১৬ সালে ১২ হাজার ৭০০ কোটি ডলারে দাঁড়াবে।

Reference: bdnews24

0 comments:

৬ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চালু

Posted by PC Help & Tricks  |  at  08:05

কুমিল্লায় জালালাবাদ এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল চলাচল শুরু হয়েছে।
 কুমিল্লা রেলের সহকারী নির্বাহী প্রকৌশলী ইরফানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বেলা পৌনে ১২টার দিকে সদর দক্ষিণ উপজেলার দৌলতপুর রেলক্রসিংয়ের কাছে সিলেট থেকে চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়।
ফলে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগিটি সরিয়ে নিলে সন্ধ্যা ৬টার দিকে আবার ট্রেন চলাচল শুরু হয়।
এই সময়ে ঢাকা থেকে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতি ও চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গোধূলিসহ তিনটি ট্রেন কুমিল্লার আশপাশের বিভিন্ন স্টেশনে আটকে থাকে। ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। 
ইরফানুল ইসলাম জানান, এ দুর্ঘটনায় কেউ আহত হননি।
কী কারণে বগি লাইনচ্যুত হয়েছিল তা জানাতে পারেননি রেল কর্মকর্তারা।

Reference: bdnews24

0 comments:

Obama administration simplifies health care form as poll reveals many in US confused by ObamaCare

Posted by PC Help & Tricks  |  at  07:48

The Obama administration unveiled simplified forms Tuesday for health insurance benefits coming next year under the federal health care overhaul, as a new poll shows many Americans are confused by ObamaCare or do not even know it's the law of the land.
The poll released by the Kaiser Family Foundation found that 4 in 10 Americans are unaware ObamaCare was signed into law. Some think it's been repealed by Congress, but, in fact, it's still on track.
The poll also revealed that about half of the American public, 49 percent, say they do not have enough information about ObamaCare to understand how it will impact their own family.
Obama hailed the simplified forms as an example of how his team listened to criticism from consumer groups and made a fix at a news conference Tuesday. The law's benefits will be available to all Americans, he emphasized, even if Republicans in Congress still insist on repeal, and many GOP governors won't help put it into place.
The biggest change: a five-page short form that single people can fill out. That total includes a cover page with instructions, and an extra page to fill out if you want to designate someone to help you through the process.
However, the application form for families still runs to 12 pages, although most households will not have to fill out each and every page.
When the first draft of the application turned out to be a clunker, "immediately, everybody sat around the table and said, `Well, this is too long, especially...in this age of the Internet,"' Obama recounted. "`People aren't going to have the patience to sit there for hours on end. Let's streamline this thing."'
His administration is open to making improvements, Obama added: "Those kinds of refinements, we're going to be working on."
Consumers will start getting familiar with the new applications less than six months from now, on Oct. 1, when new insurance markets open for enrollment in every state. Most people with job-based benefits will not have to bother with the applications, only the uninsured.
Under the law, middle-class people who don't get coverage through their jobs will be able to purchase private insurance. Most will be able to get tax credits, based on their incomes, to make their premiums more affordable. Low-income uninsured people will be steered to government programs like Medicaid.
Benefits begin Jan. 1, and nearly 30 million uninsured Americans are eventually expected to get coverage.
While the first drafts of the applications were widely panned, the new forms were seen as an improvement. Still, consumers must provide a snapshot of their finances to see if they qualify for help. That potentially includes multiple sources of income -- from alimony, to tips, to regular paychecks.
"Given the amount of information necessary to determine eligibility, it's hard to see how the forms could be any shorter," said Robert Laszewski, a former insurance executive turned industry consultant.
Activist Ron Pollack, executive director of Families USA, is an administration ally who had openly criticized the first draft of the forms, worrying that consumers would get discouraged just trying to fill them out. He called the changes "very positive."
"There has got to be a balance to between getting adequate (financial) information to make sure everybody gets the help they're entitled to under the law, while at the same time trying to keep the process consumer-friendly," said  Pollack.
Although the new forms are shorter, the administration wasn't able to get rid of all the complexity. Individuals will have to gather tax returns, pay stubs and other financial records before filling out the application.
Administration officials expect most consumers to apply online through the new insurance marketplaces in each state. A single application process will serve to route consumers to either private plans or the Medicaid program. Identification, citizenship and immigration status, as well as income details, are supposed to be verified in close to real time through a federal "data hub" that will involve pinging Social Security, Homeland Security and the Internal Revenue Service.
Currently, applying for health insurance individually entails filling out a lengthy questionnaire about your health. Under Obama's overhaul, insurers will no longer be able to turn away the sick, or charge them more. The health care questions will disappear, but they'll be replaced by questions about your income. Consumers who underestimate their incomes could be in for an unwelcome surprise later on in the form of smaller tax refunds.
"Consumers will have a simple, easy-to-understand way to apply for health coverage later this year," said Medicare chief Marilyn Tavenner, also overseeing the rollout of the health care law. She said the application is "significantly shorter than industry standards."
Among the sections eliminated in the new form was one that asked applicants if they also wanted to register to vote. Some congressional Republicans had criticized that, calling it politically motivated.
The Associated Press contributed to this report. 

Reference: foxnews

0 comments:

Obama pledges inquiry on Benghazi survivors’ testimony

Posted by PC Help & Tricks  |  at  07:44

President Obama said he is unaware of longstanding efforts by Republican lawmakers to question survivors of the Benghazi attacks but pledged to investigate the issue.
“I’m not familiar with this notion that anybody has been blocked from testifying,” the president said during a White House news conference on Tuesday. “So what I’ll do is I will find out what exactly you’re referring to.”
Obama’s pledge to find out more came as officials at the State Department pushed back against allegations -- first aired Monday on Fox News -- that career employees at the agency have been threatened if they furnish new information about the Benghazi attacks to members of Congress.
“The State Department is deeply committed to meeting its obligation to protect employees, and the State Department would never tolerate -- tolerate or sanction -- retaliation against whistle-blowers on any issue, including this one,” spokesman Patrick Ventrell told reporters at a briefing on Tuesday. “That’s an obligation we take very seriously -- full stop.”
Four Americans, including U.S. Ambassador to Libya Chris Stevens, were killed in terrorist attacks on U.S. installations in the port city of Benghazi, Libya, on the night of Sept. 11, 2012. While the FBI investigation into the attacks continues, no known instances of any perpetrators being brought to justice have yet been reported.
Rep. Darrell Issa, R-Calif., chairman of the House Oversight and Government Reform Committee, will hold the first in a new round of hearings on the subject on May 8.
In two letters to the State Department, dated April 16 and April 26, Issa has sought explicit guidance on how attorneys representing witnesses with knowledge of the Benghazi attacks, including their prelude and aftermath, can receive the security clearances necessary to review classified materials.
“Attorneys representing Department personnel in this matter will require clearance to possess and discuss Top Secret and Sensitive Compartmented Information,” Issa wrote on April 16 to Mary McLeod, the principal deputy legal adviser to the State Department.
But Ventrell insisted Tuesday that no such whistle-blowers have come forward, and no requests for security clearances have been made by private attorneys.
Victoria Toensing, a former Justice Department official and one-time Republican counsel to the Senate intelligence committee, disclosed on Monday that she is representing a career State Department official who identifies himself as a whistle-blower. Toensing said this individual has been threatened by superiors with career-ending reprisals if he cooperates with the oversight committee.
“[The State Department has] had two letters from Chairman Issa, one on April 16, the other one April 26, that specifically say, ‘We want you to provide a process for clearing a lawyer to receive classified information,’” Toensing said during an interview Tuesday on “America’s Newsroom” with Fox News anchor Martha MacCallum. “How can they possibly get up there and just lie to the press corps?”
Ventrell said that the State Department periodically sends out notices to the entire staff advising them of the protections afforded whistle-blowers under federal law, and that such a notice, in accordance with regular practice every spring, was disseminated just last week.
Interviewed on the Los Angeles campus of the University of Southern California on Tuesday, Sen. John McCain, R-Ariz., argued the allegations of threats and intimidation expose the need for a more comprehensive probe of the Benghazi affair.
“People do not trust the president and his people,” McCain told Fox News. “That's why we need a select committee.”
Fox News’ Martha MacCallum and Lee Ross contributed to this report.

Reference: foxnews

0 comments:

এত অল্প সময়ে উদ্ধার বিশ্বে নজিরবিহীন: প্রধানমন্ত্রী

Posted by PC Help & Tricks  |  at  04:01

ঢাকা (আরটিএনএন): সাভারে রানা প্লাজা ধসের 'মাত্র ২০ মিনিটের মধ্যে' উদ্ধার তৎপরতা শুরু করে 'বিশ্বে ইতিহাস সৃষ্টি' করেছে সরকার, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার মে দিবস উপলক্ষে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বেসরকারি টেলিভিশন সময় টিভিতে প্রচারিত প্রতিবেদনে দেখা যায় প্রধানমন্ত্রী বলছেন, সাভার দুর্ঘটনার ২০ মিনিটের মধ্যে উদ্ধারকাজ শুরু করতে পারা বিশ্বে নজিরবিহীন।

তিনি বলেন, ঘটনার সাথে সাথে সেনা, নৌ ও বিমানসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও সাধারণ মানুষ উদ্ধারকাজে যোগ দিয়েছে।

একইসঙ্গে এই ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রত্যেকের পুনর্বাসনে যতো টাকা প্রয়োজন তা সরকার দেবে বলে জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, সাভার দুর্ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিতে এরইমধ্যে একাধিক কমিটি গঠন করা হয়েছে। ভবিষ্যতেও এ রকম বিপর্যায়ে শ্রমিকদের পাশে থাকবে সরকার।

পাশাপাশি বিক্ষুব্ধ শ্রমিকদের ভাঙচুর থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভাঙচুরে ইন্ধনদাতাদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করা হবে।

Reference: RTNN

0 comments:

Petrol becomes cheaper by Rs 3 less, non-subsidised LPG by Rs 54

Posted by PC Help & Tricks  |  at  03:58

State-owned oil firms gave a considerable relief to inflation-hit consumers by cutting the prices of petrol and LPG by Rs 3 per litre and Rs 54 per non-subsidised cylinder, respectively.
In Delhi, Petrol now costs Rs 63.09 per litre, Rs 3 down from previous rate of Rs 66.09 per litre. The rates will differ from state to state as different state governments levy different sales tax or VAT on the fuel.
In Mumbai, Kolkata and Chennai, petrol prices slipped to Rs 69.73 per litre, Rs 70.35 per litre and Rs 65.90 per litre, respectively.
The latest price hack, announced on Tuesday, was the fourth reduction in the price of the fuel since March as well as the biggest in nearly five years. The oil marketing companies have been cutting prices as international prices of crude oil are on the decline.
On April 16, petrol price was slashed by Rs 1.20 a litre; while on March 16 the fuel was made cheaper by Rs 2.40 a litre. In the following fortnight, the fuel became cheaper by Re 1 a litre.
The price of a 14.2 kg non-subsidised LPG cylinder has also been reduced from Rs 901 to Rs 847. Like petrol prices, rates of LPG will also vary in different cities, depending on local sales tax or VAT.

Reference: topnews.in

0 comments:

Mourinho hints at Real Madrid exit

Posted by PC Help & Tricks  |  at  03:56

Madrid, May 1 : Real Madrid coach Jose Mourinho has hinted he will leave Real Madrid at the end of the current football season.
Asked by Britain's ITV after the Champions League semifinal which his side won 2-0 at home to Borussia Dortmund, which was not enough to overcome their first leg 1-4 defeat, whether he hoped to do better at Real Madrid next season, he replied: "Maybe not ... I don't know, but I know I want to be where I love to be, where people love me to be ..."
Incredibly the TV station cut him off before he could say any more, but at his press conference after the game, Mourinho added: "The most important thing is not that I am here or not, it is what Real Madrid do. Real Madrid have won European Cups in different periods - first of all the first six European Cups and then the seventh, eighth and ninth. Now we have played three semi- finals and we have recovered our credibility, but Real Madrid doesn't live by 'almosts' and neither do I. These have been three economically fantastic years for the club. "
"They have to win it (The Champions League) in the future, when they will win it, I don't know and it would be optimum if they win it with me, but if not, I will celebrate the same."
Mourinho could probably go back to Chelsea after the season, despite having a contract with Real Madrid until 2016. (IANS)

Reference: topnews.in

0 comments:

Army chief briefs CCS on Chinese incursion

Posted by PC Help & Tricks  |  at  03:33

New Delhi, May 1 : The Indian Army chief, General Bikram Singh, Wednesday briefed the Cabinet Committee on Security (CCS) on the Chinese incursion in Ladakh.
"The CCS met today and the army chief briefed us on the Ladakh situation," Finance Minister P. Chidambaram told reporters after the meeting.
A Chinese platoon set up camp 19 km inside Indian territory in Ladakh's Depsang Valley on On April 15.
India has tried through meetings with local military commanders and through diplomatic channels to get China to vacate the area. China, however, insists that it has not intruded into Indian territory.
Defence minister A K Antony, External Affairs Minister Salman Khurshid and Home Minister Sushilkumar Shinde are among the members of the CCS, which is chaired by Prime Minister Manmohan Singh.(IANS) 

Reference: topnews.in

0 comments:

Obama further amends ‘red line’ words on Syria chemical attacks

Posted by PC Help & Tricks  |  at  03:24

Raising the bar for direct U.S. involvement in Syria’s civil war, President Obama said Tuesday that he won’t take more forceful action until the international community is convinced that the regime of Bashar Assad used chemical weapons.
Mr. Obama’s comments at a White House news conference further amended his position that Syria’s use of chemical weapons would cross a “red line” that he wouldn’t tolerate.

“If I can establish, in a way that not only the United States but also the international community feel confident is the use of chemical weapons by the Assad regime, then that is a game changer,” Mr. Obama said. “That wasn’t a position unique to the United States.”
He backed off on the same day that the commercial heart of Damascus was hit by a deadly bombing and that the Shiite leader of Lebanon’s Hezbollah militants hinted that his Iranian-backed group would join the conflict on Mr. Assad’s side should the need arise.
The White House told lawmakers last week that U.S. intelligence agencies suspect chemical weapons, most likely sarin gas, have been used during the 2-year-old conflict.
Sen. John McCain, Arizona Republican, and other lawmakers have urged the administration to create a “no-fly” zone over Syria to protect civilians from further attacks.
Mr. McCain and Sen. Lindsey Graham, South Carolina Republican, said in a statement that Mr. Obama is undermining U.S. credibility and failing to save lives.
“The credibility of the United States is on the line, not just with Syria, but with Iran, North Korea, and all of our enemies and friends who are watching closely to see whether the president backs up his words with action,” they said. “Unfortunately, the red line has been blurred with each passing day.”
Addressing a news report that the administration is preparing to send lethal weaponry to the Syrian opposition, National Security Council spokeswoman Caitlin Hayden said Mr. Obama “has directed his national security team to identify additional measures so that we can continue to increase our assistance.”
“We continue to consider all other possible options that would accomplish our objective of hastening a political transition, but have no new announcements at this time,” she said.
Ever since the report of chemical weapons became public, the White House has been tamping down expectations of more aggressive U.S. action and reminding the public that the 2003 invasion of Iraq was based on faulty reports of weapons of mass destruction.
Administration officials now say they want more proof that chemical weapons were used in Syria, and Mr. Obama elaborated on that position Tuesday.
“We don’t know how they were used, when they were used, who used them,” the president said. “We don’t have a chain of custody that establishes what exactly happened. And when I am making decisions about America’s national security and the potential for taking additional action in response to chemical weapon use, I’ve got to make sure I’ve got the facts.”
White House officials also have said that verification of chemical weapons could hinge on the Syrian government’s willingness to allow international inspectors on the ground. They said they have no timetable for proving or disproving the reports.
An anti-Assad activist said Mr. Obama’s position guarantees that Syria won’t be held accountable for the suspected use of chemical weapons.

Reference: Washingtontimes

0 comments:

রানা প্লাজার পরতে পরতে অনিয়ম

Posted by PC Help & Tricks  |  at  03:12

সাভারের আলোচিত রানা প্লাজা নির্মাণের প্রতিটি ক্ষেত্রে নিয়মনীতি লঙ্ঘন করা হয়েছে। ভবনটির একটি অংশ করা হয়েছে জলাশয় ভরাট করা মাটির ওপর। এটা নির্মাণ করা হয়েছে নকশা না মেনে। কাঠামো ছিল দুর্বল। নির্মাণ-উপকরণ ছিল নিম্নমানের। তিন পর্বে তিনভাবে নির্মাণ করা হয় এই ভবন। সংশ্লিষ্ট সংস্থাগুলোর তদারকির অভাবের কারণেই এত সব অনিয়ম করা সম্ভব হয়েছে।
ভবনটি ধসের তাৎক্ষণিক মূল্যায়ন করতে গিয়ে এসব তথ্য পেয়েছে আন্তরাষ্ট্রীয় সংস্থা এশিয়ান দুর্যোগ প্রস্তুতি কেন্দ্র (এডিপিসি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ। প্রতিষ্ঠান দুটির এই অনুসন্ধানের সঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পূরকৌশল বিভাগের পর্যবেক্ষণেরও মিল রয়েছে।
তাৎক্ষণিক মূল্যায়নে জানা গেছে, বাণিজ্যিক ভবন হিসেবে এটি নির্মাণ করা হয়। ঢাকা বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) অনুযায়ী, সাভার এলাকায় কোনো ভবন নির্মাণ করতে হলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন নিতে হয়। নিতে হয় পরিবেশ ছাড়পত্র। রানা প্লাজার ক্ষেত্রে এর কোনোটিই অনুসরণ করা হয়নি। নির্মাণের ক্ষেত্রে একজন স্থপতিকে দিয়ে পাঁচতলা একটি বাণিজ্যিক ভবনের নকশা তৈরি করা হয়েছিল। কিন্তু সাভার পৌরসভা কর্তৃপক্ষ ওই পাঁচতলার নকশার ভিত্তিতে ১০ তলা ভবন নির্মাণের অনুমতি দেয়।
ভবনটির তিন থেকে আটতলা পর্যন্ত পাঁচটি তলায় তৈরি পোশাক কারখানা স্থাপন করা হয়েছিল। ফলে সেখানে ভারী যন্ত্রপাতি ও একাধিক জেনারেটর স্থাপন করা হয়। এই ভার নেওয়ার ক্ষমতা ভবনটির ছিল না। ফলে ১০ তলা পর্যন্ত নির্মাণ শেষ করার আগেই ভবনটি ভেঙে পড়ে বলে বিশেষজ্ঞরা মনে করেন।
ভবনধসের পরদিন থেকে কয়েক দিন সরেজমিনে এডিপিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা পৃথকভাবে তাৎক্ষণিক মূল্যায়ন প্রতিবেদন তৈরি করেন। প্রতিষ্ঠান দুটি তাদের অনুসন্ধান অব্যাহত রেখেছে। অনুসন্ধান শেষ হলে তারা চূড়ান্ত প্রতিবেদন তৈরি করবে।
বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও ভূমিকম্প বিশেষজ্ঞ মেহেদী আহম্মদ আনসারী বুয়েটের একটি দল নিয়ে ভবনটি পর্যবেক্ষণ করেন। তাঁরা এখনো বিস্তারিত অনুসন্ধান শুরু করেননি।
মেহেদী আহম্মদ আনসারী প্রথম আলোকে বলেন, নিয়ম না মেনে ভবন নির্মাণ করলে কী পরিণতি হতে পারে, তার আদর্শ উদাহরণ হচ্ছে রানা প্লাজা। পাঁচতলা ভবন নির্মাণের নকশা দিয়ে নয়তলা পর্যন্ত নির্মিত হয়েছিল। উপকরণও ছিল নিম্নমানের। সেখানে তৈরি পোশাক কারখানার ভারী যন্ত্রপাতি ছিল। এত চাপ সহ্য করতে না পেরে ভবনটি ভেঙে পড়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের পর্যবেক্ষণে দেখা গেছে, ভবনটির সামনের দিকের মূল অংশ শক্ত মাটির ওপরে ও পেছনের অংশ জলাশয় ভরাট করে করা জমির ওপরে। নিয়ম অনুযায়ী, নিচু জায়গা ভরাট করে বা নরম মাটির ওপরে ভবন নির্মাণ করতে হলে পর্যাপ্ত পাইলিং করতে হয়। রানা প্লাজার পাঁচতলার মূল নকশায় ১৮ দশমিক ৩ মিটার গভীর পর্যন্ত পাইলিং করার জন্য বলা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের পর্যবেক্ষণে বলা হয়েছে, ভবনটি নির্মাণের ক্ষেত্রে কোনো পাইলিং করা হয়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ ও এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের ডিন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সভাপতি মাকসুদ কামাল প্রথম আলোকে বলেন, ‘এক অংশ শক্ত মাটি, অন্য অংশ নরম মাটিতে হওয়ায় ভবনটি শুরু থেকেই ভারসাম্যহীন ছিল। তার ওপরে জেনারেটরসহ ভারী যন্ত্র চালু করলে এতে তীব্র কম্পনের সৃষ্টি হতো, যা নেওয়ার ক্ষমতা ভবনটির ছিল না।’
ধসের কারণ: এডিপিসির বিশেষজ্ঞ দল ধসের পরদিন ঘটনাস্থলে যায়। দলের সদস্যরা ভবনের মাটি, নির্মাণসামগ্রী, নকশাসহ আনুষঙ্গিক সবকিছু পরীক্ষা করেন।
ভবনের দেয়াল পরীক্ষা করে দেখা গেছে, নির্মাণ-উপকরণ ব্যবহারের ক্ষেত্রে সাধারণ অনুপাত অনুসরণ করা হয়নি। নিয়ম অনুযায়ী, দেয়াল বা মেঝের মিশ্রণের অনুপাত হচ্ছে এক বস্তা সিমেন্ট, দুই বস্তা বালু ও সাড়ে তিন বস্তা সুরকি। কিন্তু ভবনের মিশ্রণ পরীক্ষা করে দেখা গেছে, সেখানে আধা বস্তার চেয়েও কম সিমেন্ট, তিন বস্তা বালু ও তিন বস্তা সুরকি দেওয়া হয়েছে। ফলে ভবনের দেয়াল, ছাদ—সবকিছু ছিল ঝুরঝুরে।
এডিপিসির অনুসন্ধান দলের সদস্যরা জানতে পেরেছেন, ভবনটির একাধিক তলায় ভারী জেনারেটর বসানো হয়েছিল। বাণিজ্যিক ভবন হওয়ায় রাত সাড়ে আটটার মধ্যে সেখানে বিদ্যুৎ বন্ধ হয়ে যেত। ওই সময়ের পর থেকে জেনারেটরগুলো চালু করা হতো। প্রায় সারা রাত জেনারেটর চলত। একদিকে কয়েক হাজার সেলাই মেশিনের চাপ, অন্যদিকে জেনারেটরের কম্পন চলত দীর্ঘ সময়। কিন্তু এটা নেওয়ার ক্ষমতা ছিল না ভবনটির। ফলে নির্মাণ শেষ হওয়ার আগেই ভবনটি ভেঙে পড়ে।
সংস্থাটি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, কোনো একটি বাণিজ্যিক বা আবাসিক ভবনের তুলনায় শিল্পকারখানার ভবন দুই থেকে তিন গুণ শক্তিশালী হতে হয়।
তিন পর্যায়ে তিন ধরনের নির্মাণ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অনুসন্ধানে জানা গেছে, ছাত্রলীগের তখনকার কর্মী (বর্তমানে যুবলীগের নেতা) সোহেল রানার বাবা মো. আবদুল খালেক ২০০৬ সালে সাভার পৌরসভার কাছে একটি ১০ তলা ভবন নির্মাণের অনুমতি চান। শুরুতে পৌরসভার প্রধান প্রকৌশলী ওই জমিতে জলাশয় থাকায় ভবন নির্মাণের অনুমতি দিতে রাজি হননি। কিন্তু পৌরসভার মেয়র বিএনপির নেতা মো. রেফাতউল্লাহ ভবন নির্মাণের অনুমতি দেন।
অনুমতি পাওয়ার পর ২০০৬ ও ২০০৭ সালে ভবনটির চারতলা পর্যন্ত মোটামুটি নকশা অনুসরণ করেই নির্মিত হয়েছিল। ২০০৮ সালের শেষের দিকে এসে সোহেল রানা নকশাবহির্ভূতভাবে নির্মাণকাজ শুরু করেন। ২০১১ সালের মধ্যে ভবনটির আরও চারটি তলা নির্মিত হয়। এই তলাগুলো নির্মাণের ক্ষেত্রে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়।
দেখা গেছে, প্রথম চারতলা পর্যন্ত প্রতিটি কলামের ব্যাস ১০ বাই ১২ ইঞ্চি। এরপর ওপরের তলাগুলোতে কলামের ব্যাস কমতে থাকে। ওপরের তলায় ৭ বাই ৮ ইঞ্চি ব্যাসের কলাম দেখা গেছে। এ রকম একটি ভবনের কলামের ব্যাস ২০ বাই ২০ ইঞ্চি হওয়া উচিত বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
গত বছর ভবনটির নবম তলা নির্মাণ শুরু হয়। এই তলাটি নির্মাণের ক্ষেত্রে আরও নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়। প্রকৌশলীদের সহায়তা ছাড়া শুধু রাজমিস্ত্রিদের দিয়ে ওই তলাটি নির্মাণ করা হয়। খরচ কমাতে উপকরণের পরিমাণও কমিয়ে দেওয়া হয়। এতে ভবনটির ভারসাম্য চরমভাবে নষ্ট হয়।
এডিপিসির পর্যবেক্ষণে দেখা গেছে, রানা প্লাজার আশপাশের আরও প্রায় ২০টি ভবন নির্মাণের ক্ষেত্রে একই ধরনের অনিয়ম ঘটেছে। ওই ভবনের পেছনেই একটি জলাশয় ভরাট করা হচ্ছে। ফলে রানা প্লাজা যেসব ত্রুটির কারণে ধসে পড়েছে, একই রকম ত্রুটিপূর্ণ প্রক্রিয়ায় সাভারে আরও অনেক ভবন নির্মিত হচ্ছে।
এডিপিসির নগর পরিকল্পনা ও ঝুঁকি মূল্যায়ন বিশেষজ্ঞ আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, এ ধরনের ভবন নির্মাণ চলতে থাকলে ভূমিকম্প ছাড়াই আরও বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে। ফলে সরকারের উচিত হবে, বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভবন নির্মাণ-প্রক্রিয়াকে একটি সামগ্রিক পরিকল্পনার মধ্যে নিয়ে আসা।

সূত্র: প্রথম আলো

0 comments:

‘কাজ না করলে খামু কি?’

Posted by PC Help & Tricks  |  at  03:09


 মে দিবসে কাজ বন্ধ থাকায় ফিরে যাচ্ছেন হারুন মিয়া(বামে) পুরোনো ভবন ভাঙায় ব্যস্ত মিজানুর (ডানে)

মে দিবস তো কী হইছে! কাজ না করলে খামু কি?’

প্রতিদিনের মতো বৈশাখের প্রচণ্ড গরমে ত্রিশোর্ধ্ব মিজানুরের শরীর গড়িয়ে অঝোর ধারায় ঘাম নেমেছে। তাঁর সঙ্গে থাকা সোহেল রানা, এমদাদুল, আজিজুলরা একইভাবে তৃতীয় তলা ভবনটি ভাঙছিলেন। এই শ্রমের বিনিময়ে আসবে মজুরির টাকা। তা দিয়ে চলবে জীবিকা, সচল থাকবে সংসারের চাকা।
মে দিবসের ইতিহাস পুরোপুরি জানা নেই মিজানুরের। তবে শ্রমিকদের নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করার দাবি আদায়ের কথা জানেন তিনি। মিজানুর বলেন, ‘আইজ সবাই কয় কাজ করা ঠিক না। তয় আমাগো ট্যাকা কেডা দিব, হেইড্যা কেউই কয় না। আর ট্যাকা না পাইলে খামু কি?’
মিজানুর জানান, তাঁদের প্রতিদিনের মজুরি ৩০০ টাকা। তাঁদের মালিক সগীর সওদাগর তৃতীয় তলার এই ভবন ভাঙার ঠিকাদার। এক দিন কাজ না করলে মজুরির টাকা দেবেন না মালিক। টাকা না পেলে খাওয়া তো দূরে থাক, বাসা ভাড়া জোগাড় করা কষ্টকর। মিজানুর বলেন, ‘মজুরির টাকা থ্যাইক্যা কিছুটা রাইখ্যা দিয়া বাগেরহাটে গেরামের বাড়ি পাঠামু।’
মিজানুরদের দাবিতেই আজ মে দিবসে কাজ করানো হচ্ছে বলে দাবি করেন সগীর সওদাগর। তাঁর কাছে প্রশ্ন রাখা হয়, ‘আজ কি শ্রমিকদের বোনাস দেয়া যেত না?’ জবাবে মাথা চুলকাতে থাকেন সগীর।
মোহাম্মদপুরে একটি সিমেন্টের দোকানের রিকশাভ্যানের চালক বজলুর রহমান বলেন, ‘একটা বিল্ডিংয়ের ঢালাই হবে, তাই ভ্যানে সিমেন্ট নিয়া যাইতাছি। মে দিবসের কথা কইছি মালিকরে। কিন্তু কোনো কাজ হয় নাই।’
সরকারি কাজের দিনমজুর হারুন মিয়া অবশ্য কাজ করতে না পেরে খুব মন খারাপ করেছেন। কোদাল-টুকরি নিয়ে ঘরে ফিরে যাওয়ার সময় তিনি জানান, শেওড়াপাড়ায় কেবল বাসানোর কাজ করছেন এখন। তবে মে দিবসে যে কাজ হবে না, তা গতকাল তাঁদের জানানো হয়নি। তাই কর্মস্থলে গিয়েও মজুরিশূন্য হাতে ফিরতে হয়েছে পঞ্চাশোর্ধ্ব হারুন মিয়াকে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ভাই, এমনিতেই সরকারি কাজে মজুরি কম, দিনে মাত্র ২৮০ টাকা, তার ওপর আজ কাজ বন্ধ। ট্যাকা তো আর এমনি এমনি দিব না। এখন কী করুম? মে দিবস আমাগো লাইগ্যা না।’

আজ বুধবার সকালে এ কথা বলে ক্ষোভ প্রকাশ করেন মিজানুর সওদাগর। পেশায় তিনি দিনমজুর। মহান মে দিবসের এই দিনে যখন সারা বিশ্ব নিপীড়িত শ্রমিকদের স্মরণ করছে, মিজানুর তখন রাজধানীর মিরপুরে একটি পুরোনো ভবন ভাঙার কাজে হাতুড়ি চালাচ্ছিলেন।

সূত্র: প্রথম আলো

0 comments:

সাভারে ভবন ধসে মৃত ৪০২, হস্তান্তর ৩৯১

Posted by PC Help & Tricks  |  at  02:52

সাভারে রানাপ্লাজার ভবন ধসের ঘটনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০২। স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ৩৯১ মরদেহ। অজ্ঞাত ৫০ জনের মরদেহ স্বজনদের শনাক্ত করার জন্য আগামীকাল সকাল দশটা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল মর্গে রাখা হবে বলে জানা গেছে।

উদ্ধার অভিযানের ষষ্ঠ দিন পর্যন্ত আড়াই হাজারের বেশী নারী-পুরুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। সর্বশেষ গতকাল রাত ১০টার দিকে ভবনের নিচতলার মসজিদ থেকে ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়।

রানাপ্লাজার ধ্বংস্তূপ সরানোর জন্য ২য় পর্যায়ের ভারী অভিযান চালাচ্ছে উদ্ধারকারীরা। ইতোমধ্যে ধ্বংসস্তূপ থেকে কয়েক টন কংক্রিট সরানো হয়েছে। জীবিত মানুষের থাকতে পারে সে বিষয়টি লক্ষ্য করে সতর্কতার সাথে অভিযান চলছে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

0 comments:

শ্রমিকরা শিল্প কারখানায় ভাঙচুর করতে পারে না: প্রধানমন্ত্রী

Posted by PC Help & Tricks  |  at  02:50

দাবি আদায়ে আন্দোলনের নামে শিল্প কারখানায় ভাঙচুর করা থেকে বিরত থাকতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমি বিশ্বাস করি না যারা ভাঙচুর করছে তাদের সবাই শ্রমিক। এর মধ্যে নিশ্চয়তই অন্যকোনো গোষ্ঠীর জড়িত রয়েছে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। বুধবার রাজধানীর ওসমানী মিলনায়তনে মহান মে দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে শ্রম মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শ্রমিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, শিল্প প্রতিষ্ঠানে ভাঙচুর চালালে যদি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় তবে আপনারই তো বিপদে পড়বেন। আপনাদের পরিবার বিপদে পড়বে। তাই একটু কিছু হলেই শিল্পের ওপর হামলা করবেন না।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

0 comments:

Greeks strike, Turkish police fire teargas in May Day protests

Posted by PC Help & Tricks  |  at  02:16

Trains and ferries were canceled and hospital staff walked off the job in Greece on Wednesday as workers marked May Day with a strike against harsh austerity required by the country's foreign lenders.
 Elsewhere, Turkish riot police fired water cannon and tear gas to disperse crowds gathering in central Istanbul for a rally on what has become a traditional labor holiday.

Greece's 24-hour walkout was called by its two major public and private sector unions. It is the latest in a long line of strikes and protests in the debt-laden country ravaged by its sixth year of recession and popular fury over wage and spending cuts.

"Our message today is very clear: Enough with these policies which hurt people and make the poor poorer," Ilias Iliopoulos, general secretary of public sector union ADEDY, told Reuters.

"The government must take back the austerity measures, people can't take it anymore."

About 1,000 policemen were deployed in central Athens to handle any violence during the rallies, though participation is expected to be well below the levels of major protests last year when as many as 100,000 Greeks marched to the central Syntagma square chanting slogans.

Demonstrators began to slowly gather in central squares in Athens to rally before marching to parliament, the site of frequent clashes between police and protesters in recent years.

Unions expected turnout to be low with the traditional May 1 holiday falling just a few days before Greek Orthodox Easter, which meant public schools were shut and many workers had already left for vacation.

Public transport in Athens was disrupted with buses and subways halted, while ships and ferries stayed docked at ports after seamen also walked off the job. Bank and hospital workers also joined the one-day strike.

Greek Prime Minister Antonis Samaras has sought to maintain a hard line against striking workers in a bid to show European Union and International Monetary Fund lenders - as well as the public - that he is determined to push through unpopular reforms.

The lenders' decision to disburse long-delayed aid last year has eased fears that Greece could go bankrupt and be forced to leave the euro zone, but the country still faces deep challenges from a volatile social climate and domestic opposition to a reform program that includes firing civil servants.

In Istanbul, thousands of police were stationed across the city center to block access to the main Taksim square as crowds of protesters converged in different parts of the city early in the morning attempting to storm police barricades.
 
Reference: bdnews24

0 comments:

EU 'action' after Rana Plaza collapse

Posted by PC Help & Tricks  |  at  02:02

The European Union voiced strong concern over labour conditions in Bangladesh after a building collapse there killed hundreds of factory workers, and said it was considering action to encourage improvements, including the use of its trade preference system.
 Anger has been growing since the illegally built structure collapsed last week, killing at least 390 people. Hundreds remain unaccounted for but rescue officials said on Tuesday they had given up hope of finding any more survivors.

It was the third deadly incident in six months to raise questions about worker safety and labour conditions in the poor South Asian country, which relies on garments for 80 percent of its exports.

Representatives of major international garment buyers - some facing sharp criticism in home markets for doing too little to safeguard the mostly female workers making their clothes - met industry representatives in Dhaka on Monday and agreed to form a joint panel to put together a new safety plan.

Clothes made in five factories inside the Rana Plaza building on the outskirts of the capital, Dhaka, were produced for retailers in Europe and Canada.

Late on Tuesday, the EU issued a brief statement expressing concern and suggested it would look at Bangladesh's preferential trade access to the EU market in considering taking action to encourage better safety standards and labour conditions.

"The EU is presently considering appropriate action, including through the Generalised System of Preferences (GSP) - through which Bangladesh currently receives duty-free and quota-free access to the EU market under the ‘Everything But Arms' scheme - in order to incentivise responsible management of supply chains involving developing countries," said the statement, issued by EU foreign policy chief Catherine Ashton and Trade Commissioner Karel de Gucht.

About 3.6 million people work in Bangladesh's garment industry, making it the world's second-largest apparel exporter. The bulk of exports - 60 percent - go to Europe.

Ashton and de Gucht said they were deeply saddened by the "terrible loss of life", particularly because it followed a fire in the Tazreen Fashion factory in a Dhaka suburb in November that killed 112 people.

"The sheer scale of this disaster and the alleged criminality around the building's construction is finally becoming clear to the world," Ashton and de Gucht said.

Also on Tuesday, following a private emergency meeting of Canadian retailers, the Retail Council of Canada said it would develop a new set of guidelines.

That emergency meeting brought together retailers including Loblaw, Sears Canada Inc and Wal-Mart Canada, to discuss how they would deal with the tragedy.

Representatives of some 45 companies, including Gap Inc, H&M, J.C. Penney, Nike Inc, Wal-Mart, Britain's Primark, Marks & Spencer and Tesco, and Li & Fung, also met officials from the Bangladesh Garment Manufacturers and Exporters Association in Dhaka on Monday to discuss safety.

The Retail Council of Canada, which represents operators of more than 43,000 stores in Canada, said it would work with international organisations, the Bangladeshi government and others to find ways to address safety in the Bangladesh garment industry.

Primark and Loblaw have promised to compensate the families of garment workers killed while making their clothes.

AGONISING WAIT

With no hope left of finding survivors, heavy machinery is being used to clear concrete and debris from the site in the commercial suburb of Savar, about 30 km (20 miles) from Dhaka.

It was still an agonisingly slow process for families waiting for news on loved ones who worked in the Rana Plaza, which collapsed with about 3,000 people inside. About 2,500 people have been rescued so far, many of them injured.

With angry protests continuing daily since Bangladesh's worst industrial accident, the building's owner was brought before a court in Dhaka on Monday, where lawyers and protesters chanted "hang him, hang him".

About 20 people were injured on Tuesday as police fired teargas, rubber bullets and water cannon to disperse protesters in Savar calling for the death penalty for the owners of the building and factories.

Officials in Bangladesh have said the eight-storey complex had been built on swampy ground without the correct permits, and more than 3,000 workers entered the building last Wednesday despite warnings it was structurally unsafe.

Eight people have been arrested - four factory bosses, two engineers, building owner Mohammed Sohel Rana and his father, Abdul Khalek. Police are looking for a fifth factory boss, Spanish citizen David Mayor, although it was unclear whether he was in Bangladesh at the time of the accident.

The garment industry employs mostly women, some of whom earn as little as $38 a month.
 
Reference: bdnews24

0 comments:

Latest Tweets

    Popular Posts

Tags

What they says

back to top