What's New Here?

    Test Drive: 2013 Volkswagen Beetle Convertible TDI

    Test Drive: 2013 Volkswagen Beetle Convertible TDI

    Posted by PC Help & Tricks  |  at  13:00




    The Volkswagen Beetle ain’t what it used to be.
    21st century versions have been more of a fashion accessory than a counter-culture statement, and despite a design that intentionally hearkens back to the original, the latest Beetle launched last year is even less of a cartoon character than those before it.
    But there is one Bug available that is unlike any other car on the road.
    The 2013 Volkswagen Beetle Convertible TDI is the only diesel-powered drop top ever sold in the United States. Better yet, it’s available with a stick shift, so car enthusiasts and hipsters may finally have something to commune over.
    It’s the same 2.0-liter four-cylinder turbodiesel you find in just about every other VW model these days, pumping out 140 hp and 236 lb-ft of front-tire spinning torque. More important to its mission, the motor/transmission combo delivers 41 mpg on the highway according to the EPA, which is kind of a joke.
    Not in a bad way. I hit that mark without even trying and kept on going, seeing as high as 44 mpg on a 70 mph interstate run. Diesels are often overachievers in the MPG department, and this one appears to be no exception.  A six-speed automatic is an option and loses 4 mpg, on paper at least.
    On pavement, the BC handles with typical VW confidence, but its limits are well within reach and it won’t be giving any GTIs the sweats at the local autocross. It’s not a fast car by objective measures, but that torque offers nice response when you punch it, even if the party ends a little early. The stopwatch mounted to the dashboard is better suited for seeing how long you can go between fill-ups. (14.5 gallon tank x 41 mpg/65 mph > 9 hours max.)
    Easy cruising is more the point of the Beetle Convertible, anyway. It has a fully independent suspension that VW says is sport-tuned, but in reality is as cushy as the cashmere sweater you might wear while driving it on a chilly late spring day.
    Given how much of the donor car that’s missing, the convertible’s chassis is surprisingly rigid. I made a “wrong” turn onto a gravel road that would give a Subaru pause, and the only shakes and rattles were coming from me jamming to the 400-watt Fender audio system that comes with a navigation package that tacks $1,300 on top of TDI’s $28,690 starting price.
    With the top open, the breeze is bearable at highway speeds, but a large wind blocker that installs over the rear seats knocks it down to near zero when you put the windows up, too. No one can sit back there in this configuration, but even though the seats are large by convertible standards, they’re probably better left folded down to expand the trunk, which is not large at all.
    Chalk part of that up to the fact that the roof stows much lower than the ones on past Beetles, to the point that you can actually see what’s behind you when it’s down. Up? Stay in the right lane and you won’t have to worry about the enormous blind spot.
    Other than all that, the Beetle Convertible is pretty much identical to the coupe. Same body color dash inserts, thin rim steering wheel…the works. My one ergonomic complaint is that the center armrest obstructs both a cupholder and the handbrake lever, creating a simultaneous hindrance to hydration and hoonage.
    The retro subcompact drop-top segment is pretty crowded these days, with the tiny Fiat 500c and MINI Cooper Convertible obvious competitors for the Beetle, which is the most practical package of the trio. Not-quite bargain shoppers can pick up a five-cylinder gasoline version for $25,790, or a Turbo model with that GTI engine for $28,590, but then you’re edging back into common car territory.
    If you’re going for a Beetle, you’ve got to commit.
    ----------
    2013 Volkswagen Beetle Convertible TDI
    Base Price: $28,690
    Type: 2-door, 4-passenger convertible
    Engine: 2.0-liter 4-cylinder turbodiesel
    Power: 140 hp, 236 lb-ft torque
    Transmission: 6-speed manual
    MPG 28 city/41 highway


    Reference: foxnews

    এই সময়ের রূপচর্চা

    এই সময়ের রূপচর্চা

    Posted by PC Help & Tricks  |  at  01:30

    মাসটা বৈশাখ। তাই ঝড়-বৃষ্টি ছাড়া বেশ গরম। অল্পতেই ঘেমে-নেয়ে উঠতে হয়। এর সঙ্গে ধুলাবালি গায়ে মুখে লেগে ত্বকে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। গ্রীষ্মে ত্বকের সমস্যা আর সমাধান নিয়ে বিস্তারিত জানাচ্ছেন প্রিয়াংকা’স অ্যারোমা থেরাপি স্পা অ্যান্ড বিউটি সেলুন-এর রূপবিশেষজ্ঞ শিবানী দে।
     গরমের মধ্যেও মৃদুমন্দ বাতাস আর মাঝে মাঝে বৃষ্টি বাদল কিছুটা স্বস্তি দিয়ে যায়। তবে এই সময়ে ত্বকের যে ক্ষতিটা হচ্ছে তা পূরণ করা খুবই জরুরি। গরমে চামড়ায় বিভিন্ন রকম সমস্যা হয়। যেমন অতিরিক্ত ঘাম, ঘামাচি, সূর্যের তাপে ত্বক পুড়ে যাওয়া ইত্যাদি। তাছাড়া অতিরিক্ত তেল নিঃসরন হওয়া ফলে ত্বকে ব্রণ দেখা দেয়। ঘাম ও ধুলাবালির কারণে অনেকের অ্যালার্জিও দেখা দেয়। আরও একটি বিষয় হচ্ছে, এই সময়ে অতিরিক্ত ঘাম ও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় দেহ থেকে অতিরিক্ত পানি বের হয়ে ত্বক শুষ্ক হয়ে যায়।
    প্রতিকার
    গরমে ঘাম হবে এটা খুবই স্বাভাবিক। ঘাম পুরোপুরি বন্ধ না করে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ জন্য প্রচুর পরিমাণে পানি ও জলজ ফল খেলে খুবই উপকার পাওয়া যায়। পানি পান করা এবং জলজ ফলমূল খেলে হিটস্ট্রোক থেকেও রক্ষা পাওয়া যায়।

    রূপচর্চার ক্ষেত্রে এ সময়ে পরিষ্কার পানিতে কমপক্ষে দিনে ২ বার গোসল দিন। ভালো সুগন্ধি ব্যবহার অনেকাংশে অস্বস্তি থেকে রক্ষা করতে পারে। দুর্গন্ধ ও ঘামাচি থেকে রক্ষা পেতে হলে গোসলের সময় এক বালতি পানিতে ১ চা চামচ খাবার লবণ ও ল্যাভানডার গার্ডেনিয়া এসেনসিয়াল ওয়েল (Lavender, Gardenia Essential Oil) মিশিয়ে মাথা ও চুল বাদে সারা শরীরে ঢেলে দিলে ভালো ফল পাওয়া যাবে। এ সময়ে সুতির ও ঢিলেঢালা পোশাক পরা উচিত। এছাড়া ঘামের দুর্গন্ধ, ঘামাচি বা এই ধরনের সমস্যায় সবরকম সহায়তা করবে শিবানী’জ অ্যারোমার ‘শীতল বডি ওয়াশ’।
    রোদে যাদের ত্বক পুড়ে গেছে বা কালো ভাব হয়ে গেছে তাদের জন্য কমলালেবু সমৃদ্ধ ফেইসওয়াশ দিয়ে মুখ ধোয়া উচিত। আর অন্তত ১দিন পরপর একটি ফেইস প্যাক ব্যবহার করা খুবই জরুরি। এতে ত্বকে রোদেপোড়া ভাবটা দূর হয়ে যাবে। এ রকম একটি প্যাক হচ্ছে শিবানী’জ অ্যারোমার ‘ফেয়ার গ্লো প্যাক’। এটি পানিতে না গুলিয়ে নিমসমৃদ্ধ ভালো মানের টোনার দিয়ে গুলিয়ে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে। যাদের অ্যালার্জি আছে তারাও খুব উপকৃত হবেন। প্যাকটি বানাতে মুলতানি চন্দন, অম্বগান্ধা, শঙ্খগুড়া উপাদানগুলো মেশালে আরও ভালো কাজ দেবে। এর সঙ্গে নিমের টোনার হিসেবে রয়েছে ‘নিমটিন’।

    সবচেয়ে জরুরি হচ্ছে সূর্য রশ্মি থেকে রক্ষা পাওয়া। এক্ষেত্রে এমন সান প্রোটেকশন লোশন বা ক্রিম বাছাই করা উচিত, যাতে ঘাম হলেও সমস্যা হবে না। আর ত্বক তৈলাক্ত করবে না। অ্যালোভেরা জেলসমৃদ্ধ সান প্রোটেকশন লোশন খুবই কার্যকরী। ছাতা আর রোদচশমা ব্যবহার সূর্যের তাপ থেকে ত্বককে রক্ষা করবে।অতিরিক্ত তেল নিঃসরণ ও ধুলাবালিতে ব্রণ হওয়ার সম্ভাবনা প্রবল। এর জন্য ত্বক পরিষ্কার রাখা ছাড়া বিকল্প নেই। দিনে রাতে কমপক্ষে তিন থেকে চারবার পানি দিয়ে ঝাপটা দেওয়া আর না মুছে মুখে শুকাতে দেওয়া খুবই উপকারী। কারণ পানি হচ্ছে প্রাকৃতিক ময়েস্চারাইজার। এ সমস্ত সমস্যায় শিবানী অ্যারোমায় যা আছে- শীতল বডি ওয়াশ, অলক্লিন ক্লিনজার। অরেঞ্জ অ্যান্ড হানি ফেইসওয়াশ, সকালসন্ধ্যা স্ক্রাবার ফেইসওয়াশ, নিম চন্দন ফেইসওয়াশ, ভিটামিন-ই ফেইসওয়াশ, নিমটিন, ফেয়ার গ্লো প্যাক, সান সেফ জেল, সানসেফ

    Reference: bdnews24

    গরমে নিজের যত্ন

    গরমে নিজের যত্ন

    Posted by PC Help & Tricks  |  at  01:00

    গরমের কারণে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। সেসব বিষয় নিয়ে পরামর্শ দিয়েছেন ওমেন্স ওয়ার্ল্ড বিউটি পার্লারের কর্ণধার কণা আলম।
     
    গরমে চুলের গোড়া ঘেমে যায়।সঙ্গে ধুলোবালির আক্রমণ তো আছেই। অনেক সময় অতিরিক্ত গরমে মাথায় খুশকি বা ঘামাচি বের হয়।তাই যতুটুকু সম্ভব চুল ঢেকে রাখতে হবে।এ ক্ষেত্রে নিয়ম মাফিক শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে।
    রোদে বের হলে চুল খোলা না রাখাটাই ভালো।এ ক্ষেত্রে বেণী অথবা খোঁপা করে রাখতে পারেন। সে ক্ষেত্রে কিছু সহজ এবং আকর্ষণীয় বেণী যেমন ফিশ বেণী অথবা চুল সামনে একটু ফুলিয়ে বেণী করা যেতে পারে।
    কিছু সহজ খোঁপা, যেমন-- ফ্রেঞ্চ রোল খোঁপা, চুড়া-জুড়া, টুইস্ট বান খোঁপা করা যেতে পারে।
    বাইরে থেকে এসে ফেইসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।এতে মুখ থেকে ময়লা চলে যাবে এবং ব্রণ হওয়ার সম্ভাবনা কমে যায়। গরমে মুখের তৈলাক্তভাব বেড়ে যায়, যা বারবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
    ডিমের সাদা অংশ, লেবুর রস, শশার রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। মুখের তৈলাক্তভাব অনেকখানি কমে যাবে।
    অথবা, মসুরডাল বাটা, শশার রস ও ডিমের সাদা অংশ মিশিয়ে লাগাতে পারেন। উপকার পাবেন।

    এছাড়া কাঁচা হলুদ, বেসন, শশার রস ও গাজরের রস ভালো করে মিশিয়ে মুখে লাগান। কাঁচা হলুদ ত্বক উজ্জ্বল করে। তবে প্যাকে বা মিশ্রণে কাঁচা হলুদের পরিমাণ বেশি হলে মুখ কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সূর্যের তাপে হাত-পা কালো হওয়া থেকে বাঁচাতে বড় হাতার জামা এবং পায়ের পাতা সম্পূর্ণ ঢেকে রাখে এমন জুতা পরা উচিত।ধুলোবালি এবং সূর্যের অতিবেগুনি রশ্মি হতে নিজেকে সুরক্ষিত রাখার জন্য সানক্রিম, সানগ্লাস, টুপি, ছাতা ব্যবহার করা যেতে পারে।

    Reference: bdnews24

    চীনের আকাশে বাংলার ঘুড়ি

    চীনের আকাশে বাংলার ঘুড়ি

    Posted by PC Help & Tricks  |  at  21:45

    জোর লড়াই চলছে অন্য দেশের ঘুড়িয়ালের সঙ্গে বাংলাদেশের ঘুড়িয়ালের। শেষ পর্যন্ত ৪৮ জন প্রতিযোগীর মধ্যে অষ্টম স্থানে বাংলাদেশ।
     
    চীনের শানতুং প্রদেশের ওয়েইফাং শহরে পাঁচ দিনের আন্তর্জাতিক ঘুড়ি উৎসবের দ্বিতীয় দিনের ঘটনা এটি।
    তুষারপাত ও তীব্র শীত উপেক্ষা করে চীনের শানতুং প্রদেশের ওয়েইফাং শহরে ২০ এপ্রিল সকালে ৩০তম আন্তর্জাতিক ঘুড়ি উৎসবের উদ্বোধন হয়। বাংলাদেশসহ প্রায় ৪০টি দেশের ঘুড়ি-প্রেমিকরা পাঁচ দিনের এই উৎসবে অংশ নিয়েছেন।
    ওয়েইফাং শহরের প্রান্তে ফু-ইয়ান-শান আন্তর্জাতিক ঘুড়ি উড্ডয়ন মাঠে এই উৎসবের আয়োজন করে চীনের রাষ্ট্রীয় ক্রীড়া প্রশাসন ও স্থানীয় সরকারের সহযোগিতায় ওয়েইফাং ইন্টারন্যাশনাল কাইট ফেডারেশন। ২০ এপ্রিল সকাল ৮টা থেকেই বিস্তৃত প্রান্তরে ঘুড়ি-প্রেমিকরা জমায়েত হতে থাকেন। ওয়েইফাংসহ চীনের বিভিন্ন অঞ্চলে এর আগের দিন বিকেল থেকেই অপ্রত্যাশিতভাবে শুরু হওয়া তুষারপাত তখনও চলছিল। পুরো মাঠ ও আশপাশের এলাকায় তুষারের আচ্ছাদন। মেঘলা আকাশ ও তুমুল তুষারপাত উপেক্ষা করে ওয়েইফাংয়ের আকাশে ওড়ে শত শত বিচিত্র বর্ণের ও আকৃতির ঘুড়ি। বরফ ঢাকা মাঠে বিভিন্ন বয়সের শত শত ঘুড়িয়ালের পদচারণা।
    সকাল সাড়ে দশটায় উৎসবের উদ্বোধন হয়। চীনের ঐতিহ্যবাহী বেইজিং অপেরার শিল্পীবৃন্দের  পরিবেশনার মধ্য দিয়ে সূচনা ঘটে উদ্বোধনী সাংস্কৃতিক উৎসবের। পরপর পরিবেশিত হয় ড্রাগন নৃত্য, উশু এবং চীনের ঐতিহ্যবাহী অন্যান্য নৃত্য। শিল্পীদের বর্ণিল পরিবেশনা ও মেঘলা আকাশে অসংখ্য বর্ণিল ঘুড়ির উপস্থিতি পরিবেশকে আরও মনোমুগ্ধকর করে তোলে। ঘুড়ির জন্মভূমি চীনের ওয়েইফাংয়ের এই উৎসবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রিয়া, জার্মানি, নেদারল্যান্ডস, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী ঘুড়ির উড্ডয়ন চলছিল সেদিন।
    বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা বেনুর নেতৃত্বে ছয় সদস্যের বাংলাদেশ দলে রয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ আবদুস সামাদ, মাহমুদ হোসেন তওফিক বাবর, চীন আন্তর্জাতিক বেতারের সাংবাদিক শিহাবুর রহমান ও এই প্রতিবেদক।
    উৎসবের দ্বিতীয় দিন ২১ এপ্রিল বাংলাদেশ দলের সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম ও মোহাম্মদ আবদুস সামাদ ঘুড়ি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। দ্বিতীয় দিন ছিল প্রথম দিনের সম্পূর্ণ বিপরীত। ঝকঝকে রোদ। তুষারের চিহ্নমাত্র নেই কোথাও। চারদিকে ফাল্গুনের বাতাস বইছে। সকাল ৮টা থেকেই মাঠে উড়ছে বৈচিত্র্যময় ঘুড়ি। রয়েছে প্রজাপতি, পাখি, অক্টোপাস, ড্রাগন, স্টিং রে, পুতুলসহ বিভিন্ন রকম ত্রিমাত্রিক ঘুড়ি।
    সকাল দশটায় শুরু হল কাটাকাটি লড়াই। বাংলাদেশের ঐতিহ্যবাহী ঘুড়ি-লাটাই নিয়ে অত্যাধুনিক হুইল আর ঘুড়ির সঙ্গে লড়াইয়ে নামলেন মো. রফিকুল ইসলাম। পুরান ঢাকার বংশালের যুবক তিনি। ছোটবেলা থেকেই ঘুড়ি উড়িয়েছেন, খেলেছেন কাটাকাটি খেলা। চীনের মাটিতে এসে নিয়মকানুন বুঝে নিতেও সময় লাগল কিছুক্ষণ। ভাষার সমস্যা তো রয়েছেই। তবু চীনের এক প্রতিযোগীর ঘুড়ি ‘ভা কাট্টা’ করে পৌঁছে গেলেন তৃতীয় রাউন্ডে।
    বাংলাদেশের আরেক ঘুড়িয়াল আবদুস সামাদও বংশালের যুবক। ছোটবেলা থেকেই বাড়ির ছাদে আর ধূপখোলার মাঠে ঘুড়ি উড়িয়েছেন। চীনে এত ধরনের ঘুড়ি দেখে বিস্ময়ে অভিভূত হলেন তিনি।
    আগামীতে আধুনিক কৌশল ও প্রযুক্তি ব্যবহার করে জয়ের প্রত্যাশা ব্যক্ত করলেন দু’জনই।
    কাটাকাটি লড়াইয়ে শেষ পর্যন্ত ব্রাজিলের এক ঘুড়িয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন হংকংয়ের এক প্রতিযোগী।
    ওয়েইফাংয়ে আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে দশ বছরেরও বেশি সময় ধরে অংশ নিচ্ছেন শাহজাহান মৃধা বেনু। তিনি বাংলাদেশে বিশ্বখ্যাত বিভিন্ন ধরনের ঘুড়ি উড্ডয়নের পথিকৃৎ। দেশজ ঐতিহ্য ঘুড়ি উড়ানোকে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দেওয়ার কৃতিত্বের অধিকারী তিনি। তাঁর সংগ্রহে আছে শতাধিক ধরনের ঘুড়ি। তিনি শুধু ঘুড়ি সংগ্রহই করেন না, নিত্যনতুন নকশার ঘুড়ি উদ্ভাবনও করেন। বললেন, “নিত্যনতুন ধরনের ঘুড়ি ওড়ানো ও দেখার অসাধারণ আনন্দের সঙ্গে দেশবাসীকে পরিচিত করাতে চাই।”
    তিনি নতুন নকশার এলইডি ঘুড়িও সংগ্রহ করেছেন। আগামীতে আরও অনেক ধরনের ঘুড়ি উড্ডয়নের কৌশল আয়ত্ব করার প্রচেষ্টা চালাচ্ছেন। ঘুড়ির নতুন নকশা ও প্রযুক্তি অর্জনে সচেষ্ট তিনি। বললেন, “বাংলাদেশে আমরা বহুদূর এগিয়েছি, তবে এখনও অনেক পথ বাকি। নতুন প্রযুক্তি ও কৌশল অর্জনে বিশ্বের বিভিন্ন দেশের সমকক্ষ হতে হবে আমাদের।”
    বিলম্বে বসন্ত এসেছে এবার। ফু-ইয়ান-শান পাহাড়ি উদ্যানজুড়ে বিভিন্ন গাছে সবুজ পাতা মেলেছে। যেদিকে চোখ রাখি শুধু দেখা যায় চেরি ফুলের সমারোহ। এরই মধ্যে ঘুড়ি উৎসব চলছে। ওয়েইফাং শহরের আকাশে এখন ঘুড়ির মেলা। নীল আকাশে অসংখ্য ঘুড়ির ওড়াউড়ি। অসাধারণ সুন্দর সেই দৃশ্য, দেখার অনুভূতিও অনন্য।

    সূত্র:  bdnews24

    সোনবাহিনীর দাবি- ভবন ধসে ‘নিখোঁজ ১৪৯’

    সোনবাহিনীর দাবি- ভবন ধসে ‘নিখোঁজ ১৪৯’

    Posted by PC Help & Tricks  |  at  21:44

    সাভারে ভবন ধসের ঘটনায় নিখোঁজের সংখ্যা এখন ১৪৯ জন বলে দাবি করেছেন উদ্ধার অভিযানে নেতৃত্ব দেয়া সেনা কর্মকর্তা মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী।
     
    ধসের এক সপ্তাহ পর উদ্ধার অভিযান চলার মধ্যেই বুধবার রানা প্লাজার সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। তবে কীসের ভিত্তিতে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে, তা জানাননি তিনি।
    সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক হাসান সারওয়ার্দী একদিন আগেও যে হিসাব দিয়েছিলেন, তাতে ধ্বংসস্তূপের ভেতর চারশ’র মতো লাশ থাকতে পারে বলে ধারণা পাওয়া গিয়েছিলো। 
    তবে নয়া তলা ওই ভবনের বিভিন্ন তলার আহত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়,গত ২৪ এপ্রিল ধসের সময় সাড়ে ৪ হাজারের বেশি শ্রমিক কাজ করছিলেন সেখানে।
    ভবন ধসে নিহতের সংখ্যা ৪১১ জনে দাঁড়িয়েছে বলে বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন অধর চন্দ্র বিদ্যালয় মাঠে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এসআই জালাল তালুকদার।
    এর মধ্যে ভারী সরঞ্জাম নিয়ে উদ্ধার অভিযানের তৃতীয় দিন বুধবার উদ্ধার করা হয়েছে ১৮টি লাশ।
    ধ্বংসস্তূপে লাশ উদ্ধারের পর এই বিদ্যালয়ে রাখা হচ্ছে লাশগুলো। সেখানে সনাক্তের পর লাশ হস্তান্তর চলছে। ৪১১টির মধ্যে ৩৫৬টি লাশ স্বজনরা নিয়ে গেছেন বলে এসআই জালাল জানান।
    অধর চন্দ্র বিদ্যালয়ে সন্ধ্যায় নয়টি লাশ ছিল, যাদের পরিচয় সনাক্ত করা যায়নি। পরিচয় না পাওয়া লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ এবং মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়।
    কয়েকদিন রাখার পর যাদের সনাক্ত করা যায়নি, ডিএনএ নমুনা রাখার পর তাদের বেওয়ারিশ হিসেবে জুরাইন কবরস্থানে দাফন করা হচ্ছে।
    নিখোঁজ শ্রমিকদের একটি তালিকা মঙ্গলবার পর্যন্ত অধরচন্দ্র বিদ্যালয় প্রাঙ্গণে ছিল। পুলিশের তত্ত্বাবধানে এই তালিকায় সেদিন পর্যন্ত ১৩শ’ জনের নাম উঠেছিল। কিন্তু বুধবার এই তালিকা পাওয়া যায়নি ।
    তালিকা করা বন্ধ কেন- জানতে চাইলে এসআই জালাল বলেন, এই বিষয়ে তিনি কিছু জানেন না।
    ধসে পড়া ভবনের সামনে এবং অধরচন্দ্র বিদ্যালয়ে এখনো অনেক মানুষ জড়ো হয়ে আছেন, যারা বলছেন, তাদের স্বজনের সন্ধান এখনো মেলেনি।
    লাশ ও হাসপাতালগুলোতে আহতদের দেখে আসা এসব ব্যক্তির ধারণা, তাদের স্বজন চাপা পড়ে আছে  ধ্বংসস্তূপের নিচে।
    স্বজনের খোঁজে থাকা এই ভিড় নিখোঁজের সংখ্যা ১৪৯ জনের অনেক বেশি বলেই জানান দেয়। লাশ ‘গুম’ হচ্ছে বলেও এদের অনেকের সন্দেহ।
    বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বুধবার নারায়ণগঞ্জে এক জনসভায় বলেছেন, সরকার হতাহতদের প্রকৃত পরিসংখ্যান দিচ্ছে না, সংখ্যা কমিয়ে বলা হচ্ছে।
    তার বক্তব্যের প্রতিক্রিয়ায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক রাতে বেসরকারি টেলিভিশনকে বলেন, “সশস্ত্র বাহিনীর সদস্যরা দিন-রাত পরিশ্রম (উদ্ধার অভিযানে) করছে, ফায়ার ব্রিগেডের কর্মীরা পরিশ্রম করছেন,
    “আপনারা (সাংবাদিক) যারা ওঁৎ পেতে বসে আছেন, তিনি (খালেদা)  কি আপনাদের প্রতিও সন্দেহ প্রকাশ করেননি।”
    কথিত যুবলীগ নেতা সোহেল রানার ধসে পড়া ওই ভবনে উদ্ধার অভিযান তদারকিতে প্রতিমন্ত্রী নানক শুরু থেকেই রয়েছেন।
    ধ্বংসস্তূপ সরানোর কাজে ব্যবহৃত ট্রাকগুলো থামিয়ে সাধারণ মানুষের তল্লাশির প্রতি ইঙ্গিত করে মেজর জেনারেল সারওয়ার্দীও মঙ্গলবার উষ্মা প্রকাশ করে বলেন, “অনেকে সন্দেহ করছেন, আমরা ওই ট্রাকে করে লাশও সঙ্গে নিচ্ছি কি না?
    “নিজের প্রাণের মায়া ত্যাগ করে যারা এত মানুষকে উদ্ধার করল, তাদের দ্বারা কি এই কাজ সম্ভব?”
    এতে উদ্ধার তৎপরতা বিঘ্নিত হচ্ছে জানিয়ে তিনি বুধবার বলেন,তারা পুলিশকে বিষয়টি দেখতে বলেছেন।
    উদ্ধার অভিযানের সমন্বয়ক মেজর  জেনারেল সারওয়ার্দী জানান,বুধবার সকাল পর্যন্ত জীবিত-মৃত মিলিয়ে ২৮৩৪ জনকে উদ্ধার করা হয়েছে।
    আগের দিন এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ধসে পড়া ভবনে কতজন শ্রমিক কাজ করছিল তার তালিকা পাওয়া যায়নি। তবে কারখানাগুলোতে ৩ হাজার ২০০ লোক কাজ করতেন বলে তারা শুনেছেন।
    নিখোঁজদের প্রকৃত সংখ্যা নির্ধারণে নয় তলা ওই ভবনের পাঁচ কারখানায় কর্মরত শ্রমিকদের তালিকা বিজিএমইএ’র কাছে চাওয়া হলেও তা পাওয়া যায়নি বলে জেনারেল সারওয়ার্দী আগের দিন জানিয়েছিলেন।
    তবে বুধবার সংবাদ সম্মেলনে নিখোঁজের সংখ্যা জানানোর সময় তিনি জানাননি, ওই তালিকা পেয়ে তার ভিত্তিতেই এটি নির্ধারণ করা হয়েছে কি না।
    নিখোঁজের সংখ্যা ধারণা চেয়ে অনেক কম হওয়ার কারণ হিসেবে উদ্ধার অভিযানের সমন্বয়ক বলেন, “দেখা যাচ্ছে নিখোঁজ একজনের নামই বিভিন্ন স্থানে নিখোঁজ তালিকায় কয়েকবার লিপিবদ্ধ হচ্ছে। এই কারণে প্রকৃত নিখোঁজের সংখ্যার তুলনায় তালিকার সংখ্যা পাঁচ-ছয়গুণ বেড়ে গেছে।”

    ধসে পড়া রানা প্লাজার সামনে ছবি হাতে অপেক্ষমান স্বজনরা।
    ধসে পড়া রানা প্লাজার সামনে ছবি হাতে অপেক্ষমান স্বজনরা।
    তার এই সংবাদ সম্মেলনের পরও ছবি নিয়ে ধ্বংসস্তূপের সামনে শত শত মানুষকে জড়ো হয়ে থাকতে দেখা যায়, স্বজনের লাশের জন্য অপেক্ষা তাদের।ভবন ধসের পর জীবিতদের উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সতর্কতার সঙ্গে তল্লাশি চালাচ্ছিল উদ্ধারকর্মী দল।
    পাঁচদিন পর জীবিত উদ্ধারের সম্ভাবনা নেই ধরে নিয়ে গত রোববার রাতে উদ্ধার অভিযানে যোগ করা হয় ক্রেন, বুলডোজারের মতো ভারী সরঞ্জাম।
    প্রথম দিন থেকে সাধারণ মানুষ স্বেচ্ছাসেবক হিসেবে উদ্ধার কার্যক্রমে অংশ নিলেও ভারী যন্ত্রপাতি ব্যবহারের পর শুধু সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রশিক্ষিত উদ্ধারকর্মী দলই কাজে রয়েছে।
    ভারী যন্ত্রপাতি ব্যবহার শুরুর সময়ে বলা হয়েছিল, ধসে পড়া অংশগুলো ক্রেনের মাধ্যমে সরিয়ে আনা হবে।
    কিন্তু বুধবার দেখা গেছে, ভারী যন্ত্র দিয়ে কনক্রিটের ওই সব অংশ ভেঙে ভেঙে পরে সরানো হচ্ছে।  অষ্টম দিনেও ধসেপড়া ভবনের নয়তলার ছাদও পুরোপুরি সরানো হয়নি।
    সংবাদ সম্মেলনে মেজর জেনারেল সারওয়ার্দী বলেন, জীবিত কাউকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হলেও মৃতদেহগুলো যাতে অবিকৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়, সেই কারণে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে যন্ত্রগুলো ব্যবহার করা হচ্ছে।

    সূত্র: bdnews24

    Posted by PC Help & Tricks  |  at  12:30

    Battery-powered Buckeye Bullet aiming for land speed record



    Ohio State University has a need for speed, but keeps it clean.
    A team from OSU’s Center for Automotive Research is planning to break the world land speed record for electric vehicles next year with a streamlined car known as the VBB-3, or Venturi Buckeye Bullet 3.
    Built in collaboration with Venturi, a boutique electric car company based in Monaco, the VBB-3 is a 38-foot-long all-wheel-drive battery-powered vehicle with 3,000 hp, making it the most powerful EV ever made.
    The team is aiming to hit 600 km/h (373 mph) on Utah’s Bonneville Salt Flats later this year, and 700 km/h (435 mph) in 2014.
    To carry enough energy to do that, the VBB-3 uses a lithium-phosphate battery pack comprised of 2,000 cells that weighs over 3,500 pounds.
    It will be piloted by Roger Schroer, a test driver from the Transportation Research Center in East Liberty, Ohio -- an automotive proving ground that boasts a 7.5-mile high speed oval test track where cars can be pushed to speeds well over 200 mph.
    The VBB-3 will go after the U.S. speed record in August, and the world record in September. But even if it comes up short, OSU will still be on top.
    Its predecessor, the VBB-2.5, is the current record holder at 307 mph, set in Bonneville back in 2010.
    Apparently, some needs are never satisfied.

    Reference: foxnews

    Smartphone apps for spring cleaning

    Smartphone apps for spring cleaning

    Posted by PC Help & Tricks  |  at  12:00

    Spring cleaning is a yearly ritual that many people hate. However, by putting technology to work, you can get your cleaning done in less time this year. Here are five apps and online resources to help you out.
    Tackling Chores
    When dividing up chores, the task of motivating slothful family members can often be more work than the tasks themselves. Rather than just stick a chore wheel on the fridge, why not turn to technology to coax your offspring into action. With Chore Hero you can manage your household workload from your smartphone. The app lets you assign tasks, check in to see when they are finished and reward productive family members with a points system.
    When it comes to kids, sometimes money is the best motivator. If you want to get the most out of the weekly allowance you give your kids, turn to an app like Chore Bank for iPhone or ChorePay for Android, both of which allow you to set a monetary value to each task. When the kids complete the chore, they get to cash in, and you get peace of mind knowing that the job is done.
    If you want to get the most out of the weekly allowance you give your kids, turn to an app...
    Cutting Clutter
    Spring is the time to start anew, so why not get rid of some of the clutter that you’ve accumulated over the years. An app like Rumgr can help you get that clutter under control. Much like a digital yard sale, Rumgr allows you to snap a few pics with a smartphone of your unwanted goods and have them up for sale in seconds. You then post your items to your social networks so that your friends and family can peruse your sale, and add them to the app’s map interface, which allows others in your area to see what you’ve got to offer.
    Handyman Resources
    If you’ve ever wondered about the best method to remove a wine stain or the proper way to clean leather, Good Housekeeping’s (iOS/Android) app is for you. With tips and tricks on dozens of cleaning techniques, the app will have you powering through your spring cleaning in no time.
    BrightNest is another app that looks to take some of the guesswork out of home maintenance, offering up numerous tutorials and how-to guide on projects big and small. But BrightNest is more than just a resource for DIY tips. It’s also a virtual repository for details about your home, like paint swatches, appliance manuals, or the make and model of your air filter. By logging all this info into BrightNest, it’s all at your fingertips the next time you need to patch a wall or replace a part.
    In The Yard
    Spring cleaning isn’t just about getting your house in order; it’s also the time to get your yard and garden cleaned up. Garden Pro! and Landscaper’s Companion (iOS/Android) are two powerful apps that put all the information you need to garden at your fingertips. Featuring thousands of plant species, the apps give you plant-by-plant data on the optimal light and water conditions, times to fertilize and common problems you might encounter.
    To help you stay on top of your garden this year, you can also check out Garden Plan Pro, an app that allows you to sketch out your garden beds, track planting and germination times, and get helpful reminders to ensure that your garden doesn’t go untended.
    If you’re looking to tackle a landscaping project this spring, check out iScape, which allows you to overlay virtual flowerbeds, trees and shrubs on top of photos of your home so that you can test out your landscaping ideas before you ever head to the garden supply store.

    Reference: foxnews

    Latest Tweets




      Popular Posts

    Tags

    What they says

    back to top